পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

তৃণমূলের প্রতিবাদ মিছিলে বোমা-গুলি ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকশিবিরের ৷ অস্বীকার বিজেপি নেতৃত্বের ৷ বুধবার সকালের ঘটনার পর থেকেই থমথমে উত্তর 24 পরগনার সন্দেশখালির খুলনা গ্রাম ৷ 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের ৷ এলাকায় পুলিশ পিকেট ৷

By

Published : Feb 17, 2021, 8:50 PM IST

wb_n24p_01_tmc-bjp clash_7203502
সন্দেশখালিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

সন্দেশখালি, 17 ফেব্রুয়ারি: তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা-গুলি। তার প্রতিবাদে মিছিল করছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই মিছিলেও পড়ল বোমা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালি থানার খুলনা গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে খবর, রাত ন’টা নাগাদ খুলনা বাজারে তৃণমূলকর্মী বিনন্দ মণ্ডলের দোকানে বসে চা খাচ্ছিলেন পঞ্চায়েতের সদস্য রঞ্জিত দাস। অভিযোগ, সেই সময় আচমকা একদল দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। চারদিকে এলোপাথাড়ি বোমাবাজি করতে থাকে। তারপর দুষ্কৃতীরা পঞ্চায়েত সদস্য রঞ্জিত ও দোকানদার বিনন্দকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাঁরা দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

ঘটনার প্রতিবাদে বুধবার সকালে খুলনা বাজারে তৃণমূল একটি প্রতিবাদ মিছিল বের করে। সেই সময় মোটরবাইকে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তৃণমূলের ওই মিছিলে বোমাবাজি করে। বোমাবাজির জেরে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:ভোটের আগে বোমা তৈরির উপকরণ উদ্ধার, কাঁকসায় গ্রেপ্তার এক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি থানার পুলিশ। ঘটনায় 20 জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা ও বোমাবাজির ঘটনায় জড়িত। যদিও বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকল‍্যাণ বৈদ‍্য বলেন, ‘‘এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’’

উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ABOUT THE AUTHOR

...view details