সন্দেশখালি, 17 ফেব্রুয়ারি: তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা-গুলি। তার প্রতিবাদে মিছিল করছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই মিছিলেও পড়ল বোমা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালি থানার খুলনা গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে খবর, রাত ন’টা নাগাদ খুলনা বাজারে তৃণমূলকর্মী বিনন্দ মণ্ডলের দোকানে বসে চা খাচ্ছিলেন পঞ্চায়েতের সদস্য রঞ্জিত দাস। অভিযোগ, সেই সময় আচমকা একদল দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। চারদিকে এলোপাথাড়ি বোমাবাজি করতে থাকে। তারপর দুষ্কৃতীরা পঞ্চায়েত সদস্য রঞ্জিত ও দোকানদার বিনন্দকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাঁরা দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷
ঘটনার প্রতিবাদে বুধবার সকালে খুলনা বাজারে তৃণমূল একটি প্রতিবাদ মিছিল বের করে। সেই সময় মোটরবাইকে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তৃণমূলের ওই মিছিলে বোমাবাজি করে। বোমাবাজির জেরে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।