কাঁকিনাড়া, 16 নভেম্বর : মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ ৷ চলে বোমা-গুলিও । উত্তর 24 পরগনার জগদ্দল থানার কাঁকিনাড়ার ঘটনা । ঘটনায় আহত হয়েছে তিনজন ।
রবিবার রাতে কাঁকিনাড়ার মণ্ডলপাড়া কালীপুজোয় গানের অনুষ্ঠান চলছিল । অনুষ্ঠান দেখে স্থানীয় মহিলারা বাড়ি ফিরছিলেন । তখনই পথে একদল দুষ্কৃতী তাদের উদ্দেশে কটূক্তি করে বলে অভিযোগ । ওই মহিলাদের সঙ্গে থাকা দুই যুবক তার প্রতিবাদ করেন । অভিযোগ, প্রতিবাদ করায় দুষ্কৃতীরা ওই দুই যুবককে বেধড়ক মাররধর করে । ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদে সামিল হন । দুষ্কৃতীরা তখন স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে । কয়েক রাউন্ড গুলি চালায় তারা । বোমা ও গুলির আঘাতে তিনজন জখম হন ।