পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বোমা-গুলি, উত্তপ্ত কাঁকিনাড়া - Bombing in Kankinara for protesting against eve teasing

রবিবার রাতে কাঁকিনাড়ার মণ্ডলপাড়া কালীপুজোয় গানের অনুষ্ঠান চলছিল । অনুষ্ঠান শেষে স্থানীয় মহিলারা বাড়ি ফিরছিলেন । সেই সময় তাদের লক্ষ্য করে কটূক্তি করা হয় বলে অভিযোগ ।

মহিলাদের কটূক্তি, প্রতিবাদ করায় কাঁকিনাড়ায় বোমা-গুলি
মহিলাদের কটূক্তি, প্রতিবাদ করায় কাঁকিনাড়ায় বোমা-গুলি

By

Published : Nov 16, 2020, 1:37 PM IST

কাঁকিনাড়া, 16 নভেম্বর : মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ ৷ চলে বোমা-গুলিও । উত্তর 24 পরগনার জগদ্দল থানার কাঁকিনাড়ার ঘটনা । ঘটনায় আহত হয়েছে তিনজন ।

রবিবার রাতে কাঁকিনাড়ার মণ্ডলপাড়া কালীপুজোয় গানের অনুষ্ঠান চলছিল । অনুষ্ঠান দেখে স্থানীয় মহিলারা বাড়ি ফিরছিলেন । তখনই পথে একদল দুষ্কৃতী তাদের উদ্দেশে কটূক্তি করে বলে অভিযোগ । ওই মহিলাদের সঙ্গে থাকা দুই যুবক তার প্রতিবাদ করেন । অভিযোগ, প্রতিবাদ করায় দুষ্কৃতীরা ওই দুই যুবককে বেধড়ক মাররধর করে । ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদে সামিল হন । দুষ্কৃতীরা তখন স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে । কয়েক রাউন্ড গুলি চালায় তারা । বোমা ও গুলির আঘাতে তিনজন জখম হন ।

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বোমা-গুলি

চিকিৎসার জন্য তাদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বোমার আঘাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় । ক্ষতিগ্রস্ত হয় রাস্তার পাশের কয়েকটি দোকানও । খবর পেয়ে ঘটনাস্থানে জগদ্দল থানার পুলিশ পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখান ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপন মৈত্র বলেন, "রাতে বোমার শব্দে আমাদের ঘুম ভাঙে । বাইরে বেরিয়ে দেখি প্রতিবেশীরা চিৎকার করছে । দুষ্কৃতীরা বোমা ছুড়ছে । পাশের কয়েকটি বাড়িতে বোমা ছোড়া হয়েছে । এলাকায় দুষ্কৃতীরাজ বেড়েই চলেছে । আমরা চাই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ এলাকায় শান্তি ফেরাক ।"

ABOUT THE AUTHOR

...view details