পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা-গুলি - TMC

ফের উত্তেজনা ভাটপাড়ায় । এবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল ।

bombing-at-trinamool-councilors-house-in-bhatpara
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা-গুলি

By

Published : Feb 5, 2020, 11:42 PM IST

ভাটপাড়া, 5 ফেব্রুয়ারি : ভাটপাড়ায় ফের চলল বোমা-গুলি ৷ তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ল দুষ্কৃতীরা ৷ আজ রাতে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহর বাড়িতে দুটি বোমা ও দু'রাউন্ড গুলি ছোড়া হয় ৷

অল্পের জন্য রক্ষা পেয়েছেন মনোজ গুহ'র স্ত্রী অর্চনা গুহ । ঘটনার সময় অর্চনা দেবী বাড়িতেই ছিলেন । বাড়িতে বোমা পড়ার কিছুক্ষণ আগেই বাড়ির নিচের তলায় ছিলেন তিনি। সেখান থেকে ওপরে উঠে যাওয়ার পর আচমকাই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমা ও গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । কে বা কারা কী উদ্দেশে মনোজ বাবুর বাড়িতে বোমা-গুলি চালালো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা-গুলি

আজ সকালে ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের BJP-র দখল করা তৃণমূলের পার্টি অফিস পুনরুদ্ধার করেছে TMC । অভিযোগ, সেই আক্রোশেই BJP আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা, গুলি চালায় ৷ তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details