পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা - north 24 parganas

ভোটের আগে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা । ক্ষতিগ্রস্ত একটি চায়ের দোকানও । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

দত্তপুকুরে চলল বোমাবাজি

By

Published : May 10, 2019, 8:41 PM IST

Updated : May 10, 2019, 8:50 PM IST

দত্তপুকুর, 10 মে : ভোটের আগে ফের বোমাবাজি । ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা । ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ।

বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর থানার খিলকাপুর পঞ্চায়েতের বাপপুর এলাকায় প্রায়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ । গতরাতেও এলাকায় বোমাবাজি হয় । ভোটের মুখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বাম শরিক ফরওয়ার্ড ব্লকের । 19 মে বারাসত লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ । ফরওয়ার্ড ব্লক কর্মীদের অভিযোগ, তিনদিন আগে এই এলাকায় ব্যাপক বোমাবাজিতে দলের এক কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । বোমার স্প্লিন্টার ছিটকে ওই কর্মীর পাঁচ বছরের মেয়ের চোখে গিয়ে লাগে । সেই ঘটনাতে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এবিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সদস্য বিশ্বজিৎ মাইতি বলেন, "ভোটের আগে এলাকারবাসীকে ভয় দেখানো ও সন্ত্রাসের জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা বারবার ঘটাচ্ছে । যাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে বুথমুখী হতে না পারে । পঞ্চায়েত ভোটের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসকদল । এখনও বহু মানুষের ঘরবাড়ি ভাঙার চিহ্ন রয়েছে । গতকাল প্রায় 5টি বোমা ছোড়া হয়েছে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে । আমরা চাই তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যেন গ্রেপ্তার করা হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা গুপ্ত বলেন, "ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে । তাই নিজেরাই এধরনের ঘটনা ঘটাচ্ছে । আর তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে ।" দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নেমেছে । তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

Last Updated : May 10, 2019, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details