ঘোলা (উত্তর 24 পরগনা), 17 ফেব্রুয়ারি : বাড়িতে সরস্বতী পূজোয় সাউন্ড বক্স বাজানো নিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল ঘটনাটি ঘটে পানিহাটি পৌরসভায় কালিতলার সারদাপল্লিতে । দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন : বিজেপির পরিবর্তন যাত্রা রুখতে মারধর ! আহত 6
জানা গেছে, গতকাল শুভজিৎ দাস নামে এক বিজেপি কর্মী তাঁর বাড়িতে সরস্বতী পূজো করছিলেন । বাড়িতে সাউন্ড বক্স বাজছিল । হঠাৎ করে সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে পড়ে । বক্স বাজাতে বারণ করে । তারপর বক্স বাজানো নিয়ে বচসা বাধে শুভজিতের সঙ্গে দুষ্কৃতীদের ।
বিজেপি কর্মী ও তার বাবা আক্রান্ত । দেখুন ভিডিয়ো... বচসা হাতাহাতির পর্যায়ে যায় । দুষ্কৃতীরা শুভজিৎ ও তাঁর বাবাকে মারধর করে । পরিবারের সদস্যরা আক্রান্তদের উদ্ধার করে ঘোলা স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায় । পরিবারের তরফে জানানো হয়েছে, শুভজিৎ ও তাঁর পরিবারের সদস্যরা বিজেপি করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে ।