খড়দা, 10 অগস্ট: খড়দায় শ্যামসুন্দর ফেরিঘাটে আজ রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । কিন্তু মাল্যদানের আগেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দেখানো হয় কালো পতাকাও । সায়ন্তন বসুকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় । মাল্যদান করতে গেলে মালা ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কর্মীরা । শুরু হয় বচসা ও হাতাহাতি । দীর্ঘক্ষণ এরকম অবস্থা চললে অবশেষে সায়ন্তন বসু মালা না দিয়েই এলাকা ছেড়ে চলে যান ।
ঘটনার পর সায়ন্তন বসু বলেন, "তৃণমূলের অসভ্যতার চূড়ান্ত রূপ । এর জন্য পশ্চিমবঙ্গ বাঁচানোর আন্দোলনে নেমেছি । চূড়ান্ত একটা অসভ্য রাজনৈতিক দল । আজকে চাইলে আমরা অশান্তি করতে পারতাম । রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে এসেছি । আমরা মহাপুরুষদের মূর্তি পরিষ্কার করেছি । কিন্তু ওরা মাল্যদান করতে দিল না । মালা কেড়ে নিল । তৃণমুল কংগ্রেস যত এরকম করবে, মানুষ তত তাদের কথা জানতে পারবে ।" তৃণমূলের খড়দা যুব সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, "সায়ন্তনবাবুদের খড়দায় বিজেপির কোনও কর্মসূচি করতে দেব না । খড়দা খুব শান্ত এলাকা । ওরা শান্ত খড়দা এলাকাকে অশান্ত করতে এসেছে ৷"