পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁচরাপাড়ায় BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ; বোমাবাজি, ক্লাব ভাঙচুর - barrackpore

BJPর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল কাঁচরাপাড়া, ক্লাবে ভাঙচুর, মণ্ডল সভাপতির বাড়িতে বোমবাজি । বীজপুর থানায় অভিযোগ দায়ের ।

BJPর গোষ্ঠী দ্বন্দ্ব

By

Published : Jun 16, 2019, 11:35 PM IST

কাঁচরাপাড়া, 16 জুন : কাঁচরাপাড়ায় প্রকাশ্যে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব । কোথাও BJP নেতার বাড়িতে বোমাবাজি, আবার কোথাও BJP প্রভাবিত ক্লাবে ভাঙচুর । এই অন্তর্দ্বন্দ্বে সমস্যায় গেরুয়া শিবির ।

গতকাল রাতে কাঁচরাপাড়া লিচু বাগান এলাকায় BJP-র সভা ছিল । অভিযোগ সভা শেষ হওয়ার পরে কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকায় একটি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী । BJP-র OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অভিযোগ, কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অঙ্গুলিহেলনেই এই হামলা হয়েছে ।

অন্যদিকে কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অভিযোগ, গতকাল গভীররাতে তাঁর বাড়িতে বোমাবাজি করেছে OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অনুগামীরা । এছাড়াও তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে ।

দুই নেতার লড়াইয়ে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে । উভয় তরফেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details