বারাসত, 24 জানুযারি : আজ পুরানো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন রাজ্য BJP-এর সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইশুতে বিরোধীদের আক্রমণ করেন ৷
তিনি বলেন, "NPR নিয়ে মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী । বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷" এরপরই মুখ্যমন্ত্রীকে পালটিবাজ বলে কটাক্ষ করে বলেন, "2005 সালে লোকসভায় মমতা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন । সেই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে প্রবেশ করে ভোটার লিস্টে নাম তুলছে এবং সেই সময়কার শাসকদল তাঁদের সহযোগিতা করছে । এখন সেই বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে পালটি খাচ্ছেন রোহিঙ্গা ও লুঙ্গি বাহিনীর জন্য ৷"
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজু বন্দ্যোপাধ্যায় CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন BJP এই নেতা ৷ তিনি বলেন, "উনি এনিয়ে ঘোলাজলে মাছ ধরতে চাইছেন । রোহিঙ্গারা যাতে এদেশের নাগরিকত্ব পান, মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন । উদ্বাস্তুরা এদেশ থেকে চলে যাক, মুখ্যমন্ত্রীর ইচ্ছা সেটাই । এখন CAA চলছে । NRC-র বিষয় আসেনি ৷"
NPR নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেন, NPR-এর ফর্মে যতক্ষণ না জন্মস্থানের পরিবর্তন করা হচ্ছে,ততক্ষণ NRC চালু করা যাবে না ৷ এ নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পালটা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "NPR-র বৈঠকে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? প্রত্যেক রাজ্যই NPR-র বৈঠকে গেছিল ৷ শুধু যায়নি পশ্চিমবঙ্গ । উনি(মুখ্যমন্ত্রী)তো বৈঠকে যেতে পারতেন ৷ ওখানে গিয়ে বলতে পারতেন ৷ এখন উনি এনিয়ে মিথ্যা কথা বলছেন আর বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে ৷"
NRC নিয়ে মুকুল রায় ও দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "দু'জনেই ঠিক কথা বলছেন । কেন্দ্র চাইলেই NRC চালু করা হবে এ রাজ্যে ৷" কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেন , "এ রাজ্যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে NRC চালু হওয়া প্রয়োজন ৷" দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "দিলীপ ঘোষ যেটা বলেছেন, সেটাই ন্যাশানাল রিপোর্টে রয়েছে । একসময় পি এম সইদ, জ্যোতি বসুও একই কথা বলেছিলেন । পালটিবাজ মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে লড়াই করেছিলেন । এখন তিনি তাদের নিয়ে উলটো গান গাইছেন ৷"