পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দত্তপুকুরে তৃণমূলের বাইক র‍্যালিতে হামলা, অভিযুক্ত BJP - barasat

21 জুলাইয়ের সমর্থনে দত্তপুকুরের চালতা বেড়িয়ায় বাইক র‍্যালিতে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।

দত্তপুকুরে তৃণমূলের বাইক র‍্যালিতে হামলা, অভিযুক্ত BJP

By

Published : Jul 15, 2019, 7:08 AM IST

বারাসত, 15 জুলাই : 21 জুলাইয়ের সমর্থনে দত্তপুকুরের চালতা বেড়িয়ায় বাইক র‍্যালি বের করেছিল তৃণমূল । সেই র‍্যালিতে হামলার পাশাপাশি তাদের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । হামলায় তাদের পাঁচ কর্মী জখম হয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের । যদিও হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে BJP ।

গতকাল সন্ধ্যায় 21 জুলাইয়ের সমাবেশের সমর্থনে দত্তপুকুরের হাটখোলা থেকে নজরুল কলোনি পর্যন্ত এক বাইক র‍্যালির আয়োজন করে তৃণমূল । র‍্যালি চালতা বেড়িয়ায় পৌঁছাতেই BJP হামলা চালায় বলে অভিযোগ । হামলার সময় জয়শ্রীরাম ধ্বনিও দেওয়া হয় । তৃণমূলের পাঁচ কর্মীকে বেধড়ক মারধর করা হয় । এরপর চালতা বেড়িয়ায় তৃণমূলের অফিসেও নাকি হামলা চালানো হয় । অফিসের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয় । ব‍্যাপক ভাঙচুর চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় হামলাকারীরা ।

এই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সর্মথকরা । তাঁরা দত্তপুকুরের যশোর রোডের হাটখোলায় অবরোধ শুরু করেন । রাস্তা আটকে অবরোধ করায় ব্যাহত হয় যানচলাচল । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দত্তপুকুর থানার পুলিশ । তারা অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে । কিন্তু, তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস মিলছে ততক্ষণ অবরোধ চলবে । শেষ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে প্রায় একঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় ।

স্থানীয় তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল ও রাজু দত্তের অভিযোগ, "ভোটের সময় থেকেই দত্তপুকুর অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে BJP । ওদের সঙ্গে যুক্ত হয়েছে CPI(M)-ও । ভোটের সময় নজরুল কলোনিতে আমাদের দলের একটি পার্টি অফিস জোর করে দখল করে গেরুয়া শিবির । আমরা বাইক র‍্যালি করে আজ নজরুল কলোনিতে পৌঁছে দখল হ‌ওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করি । সেই সময় শুনতে পাই, BJP-র জনা পঞ্চাশ বহিরাগত চালতা বেড়িয়ায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে ।"

যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা তাদের অফিসে হামলা চালানোর অভিযোগ করেছেন স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details