বিধাননগর, 14 জুন : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ন্যক্কারজনক পোস্ট করেছেন । বললেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । তাঁর কথায়, রাজনীতি করলেও দিনের শেষে নেতারাও মানুষ । বলেন, "রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করলে সে যে দলের সমর্থক হোক না কেন আমি একজন মানুষ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাব ।" ডাক্তারদের বিক্ষোভের জেরে সরকারি-বেসরকারি হাসপাতালে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সমাধান সূত্র একটাই । আলোচনা । এমন কী অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হয়ে তিনি ক্ষমা চাইতেও রাজি । আজ বিধাননগর সেন্ট্রাল পার্কের করুণাময়ী মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার । মেলার উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন সব্যসাচীবাবু ।
হাসপাতালে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হয়ে ক্ষমা চাইতে রাজি : সব্যসাচী - বিধাননগর মেয়র
আলোচনা করে সমস্ত বিষয় মিটমাট করার আর্জি বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ।
সব্যসাচী বলেন, "আমাদের এটা বুঝতে হবে যে ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হোয়াইট কলার জব করেন । কত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এটা কিন্তু খুব প্যাথেটিক ব্যাপার ।" তিনি আরও জানান, সল্টলেকে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন । অনেক হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার বসে থাকলেও তাঁরা রোগী দেখছেন না । তাঁর প্রশ্ন, "কাল আমার, আপনার বাড়ির কেউ অসুস্থ হলে আমরা কোথায় যাব ?" আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশে বলেন, "আজ আপনার বাড়িতেও কেউ যদি অসুস্থ হন, আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে বাড়িতে চিকিৎসা করবেন । কিন্তু আপনিও তাঁকে হাসপাতাল বা নার্সিংহোমে ভরতি করতে পারবেন না ।" জুনিয়র ডাক্তারদের বড় দাদা হিসেবে তিনি অনুরোধ করেন, "আপনাদেরও সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে । আসুন, আমরা সবাই মিলে বসে আলোচনা করি । একসঙ্গে সবটা না হলে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করে সুস্থভাবে বিষয়টা মেটাতে চেষ্টা করি । কারণ রাজ্যবাসী আপনাদের মুখের দিকে চেয়ে আছে ।" তিনি আরও বলেন, "আপনারা যার উপরে রাগ করেই আন্দোলন করুন না কেন মনে রাখবেন যারা অসুস্থ রোগী তাঁরা কিন্তু কোনও দোষ করেননি । তাই আলোচনা করে এর সুস্থ সমাধান বের করার চেষ্টা করি ।"