বাগদা, 2 মে: গণনা শুরুর আগে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গল্পগুজব তৃণমূল বিজেপি প্রার্থী । উত্তর 24 পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের মধ্যে দেখা গেল বাগদার বিজেপি প্রার্থীর বিশ্বজিৎ দাস এবং তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা গল্পে মেতেছেন । রবিবার ভোট গণনার শুরু থেকেই খুশ মেজাজে দেখা গেল দুই প্রার্থীকে ।
ভোটের ময়দানে কখনও মাইক বেঁধে কখন বা প্রচারে বেড়িয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছেন । ভোট ময়দানে কেউ কেউকে একবিন্দু জায়গা ছাড়েননি । ভোট পর্ব মিটে আজ গণনা কেন্দ্রে তাঁরা । রাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সে তো সময়ের অপেক্ষা । কিন্তু গণনা কেন্দ্রে খুশ মেজাজে দেখা গেল বাগদার তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা ও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে । পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু সময় গল্প করতেও দেখা গেল তাঁদের ।