পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৈহাটিতে বোমাবাজি, পুলিশের জয়েন্ট কমিশনারকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের - ফাল্গুনী পাত্র

গতরাতের তাণ্ডবের পর সকালে থমথমে ছিল নৈহাটি পরিবেশ ৷ এরপরেই উত্তেজিত বিজেপি কর্মীরা তাণ্ডবকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দেকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই তাণ্ডব চালায় তৃণমূলের গুন্ডারা ৷ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ ৷

পুলিশ জয়েন্ট কমিশনারকে ঘিরে বিক্ষোভ
পুলিশ জয়েন্ট কমিশনারকে ঘিরে বিক্ষোভ

By

Published : Apr 24, 2021, 3:37 PM IST

নৈহাটি, 24 এপ্রিল :গতকাল রাতে নৈহাটি বিধানসভা এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ছবি স্পষ্ট । জায়গায় জায়গায় বোমা-গুলির চিহ্ন । বাড়ির দরজায় আটকে রয়েছে গুলি । রাস্তায় বোমাবাজির চিহ্ন, বাড়ি ভাঙচুর , টোটো ভাঙচুর । বাতাসে ভেসে বেড়াচ্ছে বারুদের গন্ধ ৷ ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে কাঁচের টুকরো । কাল রাতে ধংসলীলা চলেছে নৈহাটিতে । আজ সকালে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে নৈহাটি থানায় পুলিশের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দেকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । ঘটনাস্থলে পৌঁছন সাংসদ অর্জুন সিং ৷

গতরাতের তাণ্ডবের পর সকালে থমথমে ছিল নৈহাটি পরিবেশ ৷ এরপরেই উত্তেজিত বিজেপি কর্মীরা তাণ্ডবকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দেকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই তাণ্ডব চালায় তৃণমূলের গুন্ডারা ৷ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ ৷

নৈহাটির বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র বলেন, "নির্বাচনে যাঁরা বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতী ও দাগী অপরাধীরা । পুরো ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ছিল । আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে পুলিশের সামনে আক্রমণ চালায় তৃণমূল । পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল । বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।’’

পুলিশ জয়েন্ট কমিশনারকে ঘিরে বিক্ষোভ

এদিন ঘটনাস্থলে পৌছান বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, ‘‘পুরো প্ল্যান করে তৃণমূল বোমাবাজি করেছে ৷ থানার ওসি তৃণমূলের কাছে ভাল থাকার জন্য নিজে দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটিয়েছে ৷’’

পাল্টা তৃণমূলের সনৎ দাস বলেন, ‘‘বিজেপির লোকজনই হামলা চালিয়েছে । বোমাবাজি করে শান্ত নৈহাটিকে অশান্ত করেছে । বেশ কয়েকজন তৃণমুল কর্মী আহত হয়েছেন ৷’’ এই ঘটনায় বিজেপি-তৃণমূল দু’পক্ষের আহত হয়েছেন ৭ । গ্রেফতার ১০ ।

আরও পড়ুন :গুলি-বোমাবাজি, ভোটের পর অশান্ত নৈহাটি

ABOUT THE AUTHOR

...view details