কাঁচরাপাড়া, 10 এপ্রিল : লজ্জা নেই প্রধানমন্ত্রীর৷ আজ এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কাঁচরাপাড়ার একটি জনসভা থেকে একথা বললেন মমতা ৷
আজ সকালে শীতলকুচিতে পুলিশের গুলিতে নিহত হন চারজন ৷ এই ঘটনায় অমিত শাহ ও নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, অমিত শাহের নির্দেশেই সব কাজ হচ্ছে ৷ এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তাঁর বক্তব্য়, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসে ক্লিনচিট দিয়ে চলে গেলেন। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি কত নির্লজ্জ, বললেন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। শিলিগুড়িতে এসে শীতলকুচি না গিয়ে চলে গেলেন তিনি ৷