পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর লজ্জা নেই, শীতলকুচির ঘটনায় আক্রমণ মমতার - assembly election 2021

প্রধানমন্ত্রীর কোনও লজ্জা নেই বলে আক্রমণ মমতার ৷ পাশাপাশি অমিত শাহের পদত্য়াগ দাবি করেন তিনি ৷ তাঁর নির্দেশেই সব কিছু হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

Mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Apr 10, 2021, 8:01 PM IST

কাঁচরাপাড়া, 10 এপ্রিল : লজ্জা নেই প্রধানমন্ত্রীর৷ আজ এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কাঁচরাপাড়ার একটি জনসভা থেকে একথা বললেন মমতা ৷

আজ সকালে শীতলকুচিতে পুলিশের গুলিতে নিহত হন চারজন ৷ এই ঘটনায় অমিত শাহ ও নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, অমিত শাহের নির্দেশেই সব কাজ হচ্ছে ৷ এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তাঁর বক্তব্য়, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসে ক্লিনচিট দিয়ে চলে গেলেন। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি কত নির্লজ্জ, বললেন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। শিলিগুড়িতে এসে শীতলকুচি না গিয়ে চলে গেলেন তিনি ৷

মমতার বক্তব্য়

আরও পড়ুন-"নিজেই নিজের গাড়ি ভেঙেছেন", তৃণমূলের ভিডিয়োর জবাবে কী বললেন লকেট ?

এপ্রসঙ্গে তিনি বলেন, দিল্লি পুলিশ দিয়ে খুন করানো হচ্ছে ৷ তিনি বলেন, "আমি বারবার দিল্লির পুলিশ সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেছি। আজ আবার ভোটের লাইনে কোচবিহারে ৪ জনকে গুলি চালিয়ে মেরে দিয়েছে দিল্লির পুলিশ।"

এই ঘটনার প্রতিবাদে আগামীকাল প্রতি ব্লকে ব্লকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্য়াগ দাবি করেন মমতা ৷

ABOUT THE AUTHOR

...view details