মধ্যমগ্রাম, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । সংক্রমিত বহু রাজনৈতিক নেতা । পশ্চিমবঙ্গেও প্রায় সব রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে । মৃত্যুও হয়েছে কয়েকজন প্রার্থীর । তারই মধ্যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা দু’বারের বিধায়ক রথীন ঘোষ । সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । তারপর থেকেই মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে।
বিধায়কের পাশাপাশি মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন রথীন ঘোষ ৷ এবারেও তাঁর উপর ভরসা রেখে মধ্যমগ্রাম বিধানসভায় রথীন ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল ৷ গত দেড়মাস নির্বাচনী প্রচারে নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি ৷ এই সময় দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের সংস্পর্শে এসেছিলেন মধ্যমগ্রামের বিধায়ক । ফলে, তৃণমূল প্রার্থী আক্রান্ত হওয়ায় অনেকের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । সেই কারণে আক্রান্ত রথীন ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন, তাঁর সংস্পর্শে আসা সকলেই যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন । জানা গিয়েছে, সংক্রমিত হওয়ার আশঙ্কায় আগেই করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছিলেন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । এরপর তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিয়েছেন গত 21 এপ্রিল । তারপরও সংক্রমিত হওয়ার হাত থেকে রেহাই পেলেন না মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী ৷