পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

করোনা আক্রান্ত হলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ ৷ 21 এপ্রিল করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিয়েছিলেন ৷ সম্প্রতি তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে ৷

bengal election 2021 madhyamgram trinomool candidate rathin ghosh infected for covid 19
করোনা আক্রান্ত হলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ

By

Published : Apr 28, 2021, 12:50 PM IST

মধ্যমগ্রাম, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । সংক্রমিত বহু রাজনৈতিক নেতা । পশ্চিমবঙ্গেও প্রায় সব রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে । মৃত্যুও হয়েছে কয়েকজন প্রার্থীর । তারই মধ্যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা দু’বারের বিধায়ক রথীন ঘোষ‌ । সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । তারপর থেকেই মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে।

বিধায়কের পাশাপাশি মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন রথীন ঘোষ ৷ এবারেও তাঁর উপর ভরসা রেখে মধ্যমগ্রাম বিধানসভায় রথীন ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল ৷ গত দেড়মাস নির্বাচনী প্রচারে নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি ৷ এই সময় দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের সংস্পর্শে এসেছিলেন মধ্যমগ্রামের বিধায়ক । ফলে, তৃণমূল প্রার্থী আক্রান্ত হওয়ায় অনেকের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । সেই কারণে আক্রান্ত রথীন ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন, তাঁর সংস্পর্শে আসা সকলেই যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন । জানা গিয়েছে, সংক্রমিত হওয়ার আশঙ্কায় আগেই করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছিলেন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ । এরপর তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিয়েছেন গত 21 এপ্রিল । তারপরও সংক্রমিত হওয়ার হাত থেকে রেহাই পেলেন না মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন : দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি

এদিকে, করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে উত্তর 24 পরগনা জেলায় । প্রতিদিনই গড়ে আড়াই থেকে তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই জেলায় । মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে ক্রমশ । এর থেকে বাদ নেই জেলাসদর বারাসত এবং মধ্যমগ্রাম । গত এক সপ্তাহে বারাসত শহরে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় আটশোর কাছাকাছি মানুষ । মৃত্যু হয়েছে তিনজনের । একইভাবে বারাসত সংলগ্ন মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় গত এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন সাড়ে পাঁচশোর কাছাকাছি মানুষ‌‌ । সেখানেও মৃত্যু হয়েছে তিনজনের । এই পরিস্থিতিতে বারাসত এবং মধ্যমগ্রামে ফের সেফ হোম তৈরির পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ । সেখানে মৃদু উপসর্গ, উপসর্গহীন সংক্রমিত রোগীদের রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে । অন্যদিকে, সংক্রমণ ঠেকাতে জেলাজুড়ে করোনার বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন । বসে নেই জেলা স্বাস্থ্য দফতরও । তারাও সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত আবেদন করে চলেছেন করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য । আর তা না মানলে যে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details