পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থীর সমর্থনে বনগাঁয় রোড শো দিলীপের - assembly election 2021

একটি সুসজ্জিত গাড়িতে গোপালনগর নহাটা সড়ক ধরে প্রায় 7 কিলোমিটার রোড-শো করেন দিলীপ ঘোষ। তাঁর ট্যাবলোর সঙ্গে ছোট ছোট ট্যাবলোতে বিজেপি কর্মী-সমর্থকরা ও মতুয়ারা ডঙ্কা, কাঁসর বাজিয়ে রোড শো-তে অংশ নেন ৷ রাস্তার পাশেও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ৷

Dilip
রোড শো দিলীপের

By

Published : Apr 19, 2021, 8:02 PM IST

বনগাঁ, 19 এপ্রিল : পঞ্চম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে রোড-শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বেলা দেড়টা নাগাদ তিনি উত্তর 24 পরগনার ভাণ্ডারখোলা এলাকায় হেলিকপ্টারে আসেন। সেখান থেকে সরাসরি চৌবেড়িয়ায় চলে যান ৷ চৌবেড়িয়া থেকে প্রার্থী স্বপন মজুমদার ও কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড-শো করলেন তিনি।

একটি সুসজ্জিত গাড়িতে গোপালনগর নহাটা সড়ক ধরে প্রায় 7 কিলোমিটার রোড-শো করেন তিনি। তাঁর ট্যাবলোর সঙ্গে ছোট ছোট ট্যাবলোতে বিজেপি কর্মী-সমর্থকরা ও মতুয়ারা ডঙ্কা, কাঁসর বাজিয়ে রোড শো-তে অংশ নেন ৷ রাস্তার পাশেও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ৷

দিলীপের রোড শো

আরও পড়ুন - ভোটের মাঝে চার পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের

আজ রোড শো-য়ের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদায় প্রর্থীকে গুলি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মালদায় আমাদের প্রার্থীকে গুলি করা হয়েছে । মানিকতলায় কল্যাণ চৌবের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে। কালনায় কর্মীকে হত্যা করা হয়েছে। যাঁরা ভোটে হেরে গিয়েছেন, তাঁরা একাধিক জায়গায় হিংসার মাধ্যমে বাকি ভোট লুট করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ বোমা, বন্দুকের ভয়কে উপেক্ষা করেই ভোট দিচ্ছেন ৷" তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এবার ১০০টি আসনও পাবে না ৷ বিজেপি এবার ক্ষমতায় আসবে ৷ এবং বাংলায় নোংরা রাজনীতি বন্ধ হবে।

ABOUT THE AUTHOR

...view details