বনগাঁ, 19 এপ্রিল : পঞ্চম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে রোড-শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বেলা দেড়টা নাগাদ তিনি উত্তর 24 পরগনার ভাণ্ডারখোলা এলাকায় হেলিকপ্টারে আসেন। সেখান থেকে সরাসরি চৌবেড়িয়ায় চলে যান ৷ চৌবেড়িয়া থেকে প্রার্থী স্বপন মজুমদার ও কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড-শো করলেন তিনি।
একটি সুসজ্জিত গাড়িতে গোপালনগর নহাটা সড়ক ধরে প্রায় 7 কিলোমিটার রোড-শো করেন তিনি। তাঁর ট্যাবলোর সঙ্গে ছোট ছোট ট্যাবলোতে বিজেপি কর্মী-সমর্থকরা ও মতুয়ারা ডঙ্কা, কাঁসর বাজিয়ে রোড শো-তে অংশ নেন ৷ রাস্তার পাশেও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ৷