বারাসত, 15 এপ্রিল : শীতলকুচির ঘটনার প্রমাণ মেলেনি ৷ কেনই বা তাদের উপর গুলি চালাতে হল ! এসবের সত্য প্রকাশ্যে আসা দরকার ৷ শীর্ষ আদালতের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানানো হয়েছে ৷ গতকাল বারাসতে সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে এক রোড শো-য়ে সামিল হয়ে মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ।
গতকাল বিকেলে বারাসতের চেকপোস্ট এলাকা থেকে সিপিআইএম নেতা বিমান বসুর নেতৃত্বে শুরু হয় রোড শো । ঢাক, ঢোল সহ রঙবেরঙের বেলুন এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল 34 নম্বর জাতীয় সড়ক, সন্নিহিত এলাকা । 34 ও 35 নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকে রোড শো । প্রায় সাত কিলোমিটার চলে রোড শো ৷ শেষ হয় বারাসত শতদল ময়দানে ।
শীতলকুচির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন,"এত মানুষের কাছে এত স্মার্ট ফোন । কিন্তু কোথাও তো ছবি পাওয়া যাচ্ছে না? শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত যে হয়েছিল তার ভিডিয়ো ফুটেজ কোথায়? আক্রান্ত হওয়ার কথা বললেই তো হবে না । তার প্রমাণ চাই । এজন্য সংযুক্ত মোর্চার তরফে আমরা আপেক্স কোর্টের তত্বাবধানে উচ্চ পর্যায়ের কমিটি গড়ে সত্য প্রকাশের দাবি জানিয়েছি ৷"