বনগাঁ, 10 অগস্ট: ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের । বরাবরই দেখা যায় উৎসবের দিনে দুই দেশের মধ্যে মিষ্টি, আম, ইলিশ মাছ ইত্যাদি আদান-প্রদান করতে । এবার রাখিবন্ধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও কচুরিপানার তৈরি রাখা পাঠাল উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভা । বুধবার পেট্রাপোল বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিনের হাতে এই রাখি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷
উপহার পেয়ে বনগাঁ পৌরসভার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাংসদ বলেন, "দারুণ দিনে আপনারা এই উপহার আমাদের দিলেন ৷ আমি কচুরিপানার তৈরি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব । ভারত-বাংলাদেশ সম্পর্ক যে কত বেশি মজবুত, এটাই তার বহিঃপ্রকাশ ।"
আরও পড়ুন :ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা