বনগাঁ, 4 জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করে দিন কয়েক আগেই বিতর্কে জড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি । সেই রেশ কাটতে না-কাটতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bagda MLA compares Mamata Banerjee with Rani Rashmoni)। রবিবার বনগাঁর এক রক্তদান শিবিরের মঞ্চে এই বক্তব্য রাখেন তিনি ৷
বিশ্বজিৎ দাস বলেন, "আমরা সৌভাগ্যবান যে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি । যিনি সাধারণ মানুষের জন্য ও গরিব মানুষের জন্য যে কাজ করেছেন তাতে, আগামী একশো বছর সকলের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ৷ রানি রাসমণি যেভাবে রয়েছেন।" তিনি আরও বলেন, "মানুষের কথায় আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমারা রানি রাসমণির ছায়া পেয়েছি।"
তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি'র বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "পেটে শিক্ষা না-থাকলে যা হয় ৷ বিশ্বজিৎ দাস বাগদায় বিজেপির ভোটে জিতে বাগদার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে চলে গিয়েছেন । সেখানে তিনি শেষ বেঞ্চে বসে আছেন । তাই প্রথম বেঞ্চে আসার জন্য এইসব বলছেন ।" যদিও বিশ্বজিৎ দাসের এই বক্তব্যকে পক্ষান্তরে সমর্থন করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ । এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা যাঁরা তৃণমূল করি তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সবার ঊর্ধ্বে ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণির তুলনা টানলেন বাগদার বিধায়ক আরও পড়ুন: নির্মলের 'ভিত্তিহীন' মন্তব্যে মা সারদার মর্যাদাহানি হয়েছে, জানিয়ে দিল বেলুড় মঠ
সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাজির একটি ভিডিয়োয় তাঁকে মা সারদা সম্বন্ধে বলতে শোনা যায়, "মা সারদা তাঁর মৃত্যুর কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের সতীর্থ সন্ন্যাসীদের বলে গিয়েছিলেন, মৃত্যুর পরে কালীঘাটের কালীক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেবেন তিনি । ত্যাগ, তিতিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাবেন । সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা সেই অঙ্ক মিলে যাচ্ছে ।" যদিও তৃণমূল বিধায়কের ওই দাবি খণ্ডন করে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন ।