পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দিদের টিকাকরণ প্রক্রিয়া চালু - কোভিড-19

নিয়ম এবং পদ্ধতি মেনে এদিন টিকাকরণ করা হয় বসিরহাট উপ-সংশোধনাগারের বন্দিদের । তবে, কিছু বন্দির করোনার উপসর্গের লক্ষণ থাকায় এদিন তাদের টিকাকরণ স্থগিত রাখা হয় বলে সূত্রের খবর । ওই সমস্ত বন্দিদের পর্যবেক্ষণে রেখে শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া হবে ।

বসিরহাট উপ-সংশোধনাগারে এবার বন্দিদের মধ্যেও চালু হল টিকাকরণ প্রক্রিয়া
বসিরহাট উপ-সংশোধনাগারে এবার বন্দিদের মধ্যেও চালু হল টিকাকরণ প্রক্রিয়া

By

Published : Jun 15, 2021, 10:38 PM IST

বসিরহাট, 15 জুন : করোনা সংক্রমণে লাগাম টানতে এবার সংশোধনাগারের বন্দিদের মধ্যেও চালু হল টিকাকরণ প্রক্রিয়া । মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বসিরহাট উপ-সংশোধনাগারের প্রায় 250 জন বন্দিকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয় । এদের মধ্যে প্রায় 107 জন বাংলাদেশি বন্দিও রয়েছেন ।

নিয়ম এবং পদ্ধতি মেনে এদিন টিকাকরণ করা হয় ওই সংশোধনাগারের বন্দিদের । তবে, কিছু বন্দির করোনার উপসর্গের লক্ষণ থাকায় এদিন তাদের টিকাকরণ স্থগিত রাখা হয় বলে সূত্রের খবর । ওই সমস্ত বন্দিদের পর্যবেক্ষণে রেখে শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া হবে । যদি কোনও অসুবিধে না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে তাদেরও টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ।

করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণের থাবা বসিয়েছে রাজ্যের বেশকিছু সংশোধনাগারে । ফলে বন্দিদের মধ্যেও বাড়ছে সংক্রমিত হওয়ার সংখ্যা । এরপরই সংক্রমণ ঠেকাতে রাজ্যের বিভিন্ন উপ-সংশোধনাগারে বন্দিদের মধ্যে টিকাকরণ চালু করতে উদ্যোগী হয় স্বাস্থ্য দফতর । ইতিমধ্যে কয়েকটি সংশোধনাগারে টিকাকরণ প্রক্রিয়া চালুও হয়েছে । ধাপে ধাপে শুরু হয়েছে বন্দিদের টিকা দেওয়ার কর্মসূচি । যা এদিন দেখা গেল বসিরহাট উপ-সংশোধনাগারেও ।

জানা গিয়েছে, এই সংশোধনাগারে মোট 264 জন বন্দি রয়েছেন । এর মধ্যে 107 জন বাংলাদেশি । বাকিরা এদেশের । তবে,বসিরহাট উপ-সংশোধনাগারে সেই অর্থে করোনা থাবা বসাতে পারেনি বলে দাবি কর্তৃপক্ষের । তা সত্ত্বেও কোনও রকম ঝুঁকি নিতে নারাজ সংশোধনাগার কর্তৃপক্ষ । তাই, সংক্রমণ ঠেকাতে টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এদিন দুপুরে জেলার নার্সিং বিভাগের আধিকারিক শিবা দেবনাথের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীরা বসিরহাট উপ-সংশোধনাগারে আসেন টিকাকরণ করতে । শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয় বন্দিদের । এদিন টিকাকরণ কর্মসূচিতে হাজির ছিলেন সংশোধনাগারের জেলার অমিত ভট্টাচার্য ।

টিকাকরণ করা হল বসিরহাট উপ-সংশোধনাগারের বন্দিদের

আরও পড়ুন :কদম্বগাছির 80 জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরাল প্রশাসন

এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার নার্সিং বিভাগের আধিকারিক শিবা দেবনাথ বলেন,"শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরই এদিন বন্দিদের কোভিশিল্ডের ভ্যাকসিন দেওয়া হয়েছে । শারীরিক পরীক্ষায় কোনও বন্দির সমস্যা থাকলে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হবে কিনা, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" এদিন করোনার ভ্যাকসিন পেয়ে খুশি বসিরহাট উপ-সংশোধনাগারের বন্দিরা।

ABOUT THE AUTHOR

...view details