অশোকনগর, 6 অগস্ট : কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা থাকলেও মিলছে না ভ্যাকসিন। ভ্যাকসিন দিতে অস্বীকার করছে স্বাস্থ্যকেন্দ্র। এই অভিযোগে অশোকনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ভ্যাকসিন প্রাপকরা ৷ বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এবার এই ঘটনার রিপোর্ট তলব করল জেলাশাসক ৷
পাশাপাশি এই ঘটনায় অশোকনগর থানার এক এএসআই (ASI) কে সাসপেন্ড করা হয়েছে, জেলা পুলিশ সূত্রে এমনটাই খবর খবর পাওয়া গিয়েছে । ওই এএসআই এর নাম মধুসূদন তরফদার।
বৃহস্পতিবার অশোকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়ে রাস্তা অবরোধ করেছিল সাধারণ মানুষ। ঘটনা স্থলে পুলিশ গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয় তাদের । অভিযোগ, এক সময় বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠি থেকে রেহাই পায়নি বয়স্ক মানুষ থেকে মহিলা।
আরও পড়ুন : Corona Vaccine : অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ
সূত্রের খবর, এই ঘটনায় স্বাস্থ্য অধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে জেলা শাসক। জেলা পুলিশ সূত্রে খবর, লাঠিচার্জের ঘটনায় অশোকনগর থানার মধুসূদন তরফদার নামে এক এএসআই-কে ইতিমধ্যে সাসপেন্ড করেছে জেলা পুলিশ। শুরু হয়েছে পুরো ঘটনার বিভাগীয় তদন্ত।