পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা না পেয়ে সৎ বাবাকে মেরে মাথা ফাটাল যুবক - north 24 parganas

দাবি মতো টাকা না পেয়ে সৎ বাবাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত যুবক সুমন গোলদার (বাঁদিকে)

By

Published : Feb 14, 2019, 9:27 PM IST

বারাসত, ১৪ ফেব্রুয়ারি : দাবি মতো টাকা না পেয়ে সৎ বাবাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরার পৃথীবা গ্রাম পঞ্চায়েতের আনোয়ারবেরিয়া এলাকার। অভিযুক্ত যুবক সুমন গোলদারকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ।

সুমনের বাড়ি বাংলাদেশের মির্জাগঞ্জ থানার সুবিরখালি গ্রামে। তিনমাস আগে বাংলাদেশ থেকে সে ভারতে আসে। কয়েকদিন আগে সে তার সৎ বাবা গোপাল মল্লিকের কাছ থেকে কিছু টাকা চেয়েছিল। কিন্তু তা না পাওয়ায় তাদের মধ্যে বিবাদ হয়। অভিযোগ, গতকাল ফের দুইজনের মধ্যে বিবাদ হয়। বিবাদ চলাকালীন সুমন প্রথমে গোপালবাবুকে মারধর করে সে। তারপর বাঁশ দিয়ে গোপালবাবুর মাথায় আঘাত করে। এরপর সেখান থেকে পালিয়ে যায় সুমন।

জখম গোপালবাবুকে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতরাতেই ছেলে সুমনের বিরুদ্ধে হাবরা থানায় অভিযোগ দায়ের করেন গোপালবাবুর পরিবার। পুলিশ সুমনকে গ্রেপ্তার করে আজ বারাসত আদালতে তোলে।

ABOUT THE AUTHOR

...view details