বারাসত, 17 অগস্ট:কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টাকা বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যুতে এবার সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যের ভিন্ন সুর শোনা গেল পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, "টাকা নিয়ে যাবে কেন! আমার রোজগারের টাকা তো আমার কাছেই রয়েছে। ব্যাংকে এবং পোস্ট অফিসে আছে। আমার টাকা আমার কাছেই থাকবে। যারা সৎ পথে রোজগার করে তাঁরা তাঁদের টাকা নিজের কাছেই থাকবে। আমি বিশ্বাস করি না যে সিবিআই, ইডি টাকা নিয়ে যাবে"!
যদিও আগে এই ইস্যুতে ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং বলেছিলেন, "টাকা রোজগার করলে সেই টাকা মানুষের জন্য খরচ করতে হবে। খরচ না-করে শুধু জমিয়ে রাখলে ইডি, সিবিআই এসে নিয়ে যাবে।" সেই প্রেক্ষিতেই অর্জুনের মন্তব্যের বিরোধিতা করে পালটা মুখ খোলেন মন্ত্রী শোভনদেব। বুধবার উত্তর 24 পরগনা জেলাপরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়- সহ অনেকে। টাকা নিয়ে যাওয়ার প্রসঙ্গে এদিন ফের সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি শোভনদেবের মন্তব্যের ব্যাখা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন।