পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sovandeb on Arjun: ইডি, সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে অর্জুনের মন্তব্যের বিরোধিতায় শোভনদেব - অর্জুনের মন্তব্যের বিরোধিতা করলেন শোভনদেব

Arjun Singh and Sovandeb Chattopadhyay Controversy: 'সৎ পথে রোজগার করলে টাকা নিয়ে যাবে কেন! আমার টাকা আমার কাছেই থাকবে'। অর্জুন সিংয়ের মন্তব্যের বিরোধিতা করে ইডি, সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে ভিন্ন সুর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

Sovandeb on Arjun
অর্জুনের মন্তব্যের বিরোধিতা করলেন শোভনদেব

By

Published : Aug 17, 2023, 10:09 AM IST

Updated : Aug 17, 2023, 11:20 AM IST

অর্জুনের মন্তব্যের বিরোধিতায় শোভনদেব

বারাসত, 17 অগস্ট:কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টাকা বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যুতে এবার সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যের ভিন্ন সুর শোনা গেল পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, "টাকা নিয়ে যাবে কেন! আমার রোজগারের টাকা তো আমার কাছেই রয়েছে। ব্যাংকে এবং পোস্ট অফিসে আছে। আমার টাকা আমার কাছেই থাকবে। যারা সৎ পথে রোজগার করে তাঁরা তাঁদের টাকা নিজের কাছেই থাকবে। আমি বিশ্বাস করি না যে সিবিআই, ইডি টাকা নিয়ে যাবে"!

যদিও আগে এই ইস্যুতে ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং বলেছিলেন, "টাকা রোজগার করলে সেই টাকা মানুষের জন্য খরচ করতে হবে। খরচ না-করে শুধু জমিয়ে রাখলে ইডি, সিবিআই এসে নিয়ে যাবে।" সেই প্রেক্ষিতেই অর্জুনের মন্তব্যের বিরোধিতা করে পালটা মুখ খোলেন মন্ত্রী শোভনদেব। বুধবার উত্তর 24 পরগনা জেলাপরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়- সহ অনেকে। টাকা নিয়ে যাওয়ার প্রসঙ্গে এদিন ফের সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি শোভনদেবের মন্তব্যের ব‍্যাখা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন।

অর্জুনের কথায়, "আমি শুধু বলতে চেয়েছি টাকা থাকলে সেটা দিয়ে কিছু মানুষের সেবা না-করলে ইডি, সিবিআই নিয়ে যেতে পারে।" এমন কোনও মানুষ কি আছে, যাদের টাকা ইডি, সিবিআই নিয়ে যেতে পারে? সেই প্রশ্নের উত্তরে ব্যারাকপুরে সাংসদ বলেন, "টাকা যে কারও থাকতেই পারে। টাকা থাকাটা অপরাধ নয়! এতে কোনও ইঙ্গিত নেই। আপনার কাছে টাকা থাকলে সেই টাকা গরিব মানুষের জন্য খরচ করুন। না-হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টাকা নিয়ে চলে যাচ্ছে।" বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে বলেও মনে করেন তৃণমূল নেতা অর্জুন সিং।

আরও পড়ুন:পৃথিবী যতদিন থাকবে ততদিন দুর্নীতিও থাকবে, মন্তব্য অর্জুনের

তবে, অর্জুন সিং এমন মনে করলেও ভিন্ন মত দলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর ব‍্যাখাও দিয়েছেন তিনি।শোভনদেব বলেন, "আমার টাকা আমি ব্যাংকে রাখব নাকি অন‍্য কোথাও! সেটা সম্পূর্ণ আমার নিজস্ব বিষয়। ও (অর্জুন সিং) হয়তো অন‍্যায়ভাবে যারা টাকা রোজগার করছে তাঁদের কথা বলতে চেয়েছে। এটা একান্তই অর্জুনের নিজস্ব মতামত ৷"

Last Updated : Aug 17, 2023, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details