বারাসত, ২৬ মার্চ : BJP নেতার মেয়ের অপহরণ কাণ্ডে দলের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ ছিল, এই অপহরণের ঘটনায় মনিরুল ইসলামের ষড়যন্ত্র রয়েছে। এবিষয়ে গতকাল মনিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এসব সাংবাদিকরা বানিয়েছে। জেলা সভাপতি এসব কিছু বলেননি।"
গতকাল মনিরুল ইসলাম পুরোনো একটি মামলার জেরে বারাসত বিশেষ আদালতে গিয়েছিলেন। তাঁকে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তারপর তিনি বলেন, "আমরা এবিষয়ে কিছু শুনিনি। এসব সাংবাদিকরা বানিয়েছে। জেলা সভাপতি কিছু বলেননি।" এরপর জেলা সভাপতির মিটিংয়ে গরহাজিরার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার স্ট্রোক হয়েছিল। আমি অসুস্থ। আটবার অপারেশন করতে হয়েছে। তাই মিটিংয়ে থাকতে পারি না। যেটুকু থাকার আমি থাকছি। কয়েকদিন আগেও দলের কর্মসূচীতে ছিলাম। এবারের ভোটের প্রচারে আমাকে নিশ্চয়ই দেখা যাবে।"