বারাসত, 1 ডিসেম্বর: ক্লাসে সামান্য দুষ্টুমি করেছিল তিন বছরের শিশু । সেই অপরাধে তার গালে সপাটে চড় মেরে দাগ বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্লাস টিচারের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার বারাসতের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা । বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় (Alligation Against Teacher of Slapping Nursery Student in Barasat) । অভিযোগ, মারধর করা হলেও বিষয়টি চেপে যায় স্কুল কর্তৃপক্ষ । উলটে তা নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন । গোটা ঘটনায় ক্ষুব্ধ শিশুর পরিবার । প্রতিকার চেয়ে বুধবার থানার দ্বারস্থ হন তাঁরা । অভিযোগ পেয়েই ওই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে মারধরের বিষয়টি ।
বারাসত রথতলার যশোর রোডের পাশে রয়েছে বেসরকারি ওই ইংরেজি মাধ্যম স্কুলটি । মূলত নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে । তিন বছরের যে পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছে সে নার্সারি ক্লাসের ছাত্র বলে জানা গিয়েছে । আক্রান্ত শিশুটির পরিবারের অভিযোগ, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিল ওই পড়ুয়া । কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরতেই দেখা যায় তার গালে হাতের দাগ বসে লাল হয়ে গিয়েছে । বুঝতে পারেন কেউ মারধর করেছে নিশ্চয় । তখন স্কুলে বিষয়টি জানার চেষ্টা করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি । এরপরই বুধবার সকালে স্কুলে গিয়ে বিষয়টি নিয়ে সরব হতেই প্রিন্সিপাল উলটে শিশুটির উপর দায় চাপান ।
আরও পড়ুন :বকেয়া 3 মাসের বেতন, পড়ুয়াকে স্কুলে আটকে রাখার অভিযোগ