বারাসত, 2 ফেব্রুয়ারি : পারিবারিক অশান্তির জেরে ঘুমন্ত অবস্থায় যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে । আহত ওই যুবতির নাম নাসিম বিবি । তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । ঘটনায় গুরুতর জখম হন তিনি । রক্তাক্ত অবস্থায় যুবতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি । উত্তর 24 পরগনার দেগঙ্গায় হাদিপুর সর্দার পাড়া এলাকার ঘটনা । যুবতির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ।
বছর পনেরো আগে নাসিমা বিবির সঙ্গে নিকাহ হয়েছিল দেগঙ্গার হাদিপুরের শেখ রাজেশের । দম্পতির 14 বছরের একটি ছেলেও রয়েছে । অভিযোগ, নিকাহর এক বছর পর থেকেই সাংসারিক অশান্তি নাসিমা ও রাজেশের । মাঝেমধ্যেই নাসিমার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত রাজেশ । নাসিমার পরিবারের অভিযোগ, রাজেশ প্রায়ই মত্ত হয়ে বাড়ি ফিরত । এর প্রতিবাদ করলেই নাসিমার কপালে জুটত মারধর । এই নিয়ে সাংসারিক অশান্তি লেগেই থাকত দম্পতির মধ্যে । দুই পরিবারের তরফে কয়েকবার আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টাও হয়েছিল । কিন্তু তাতেও রাজেশের স্বভাবের কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ ।
যুবতির মাথায় একাধিকবার হাতুড়ির আঘাত, পারিবারিক অশান্তির জেরে খুনের চেষ্টা ? - স্ত্রীকে খুনের চেষ্টা
একবার নয়, একাধিকবার ঘুমন্ত অবস্থায় যুবতির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ।
আরও পড়ুন : দেগঙ্গা থানার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার
এসবের মধ্যেই সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নাসিমার মাথায় হাতুড়ি দিয়ে তাঁর শওহর আঘাত করে বলে অভিযোগ । বেশ কয়েকবার যুবতির মাথায় আঘাত করে সে । রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানেই ভরতি করে নেওয়া হয় যুবতিকে । তাঁর মাথায় একাধিক সেলাই পড়েছে বলে খবর হাসপাতাল সূত্রে ।
এদিকে,ঘটনার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত শেখ রাজেশের বিরুদ্ধে দেগঙ্গা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন যুবতির পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।