পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"জয় শ্রী রাম" স্লোগান আসলে তৃণমূল-বিজেপি-র গটআপ গেম : সুজন - victoria memorial

উত্তর ২৪ পরগনার বারাসতের সভা থেকে তিনি বলেন, "সরকারি অনুষ্ঠানে যাঁরা জয় শ্রী রাম বলেন, তারা অসভ্য ।"

ছবি
ছবি

By

Published : Jan 24, 2021, 10:39 PM IST

বারাসত, 24 জানুয়ারি : ভিক্টোরিয়া মেমোরিয়াল ইশু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ৷ এরই মধ্যে একযোগে বিজেপি-তৃণমূলকে বিঁধলেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ৷ বলেন," বিজেপি-তৃণমূল সেটিং দেখার জন্য শুধু ভিক্টোরিয়া নয়, আরও অনেক উদাহরণ আছে ।"

আরও পড়ুন:মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

আজ উত্তর ২৪ পরগনার বারাসতের হেলা বটতলা মিলনীর মাঠে ফরওয়ার্ড ব্লকের ডাকে নেতাজির জীবনকথা সংক্রান্ত একটি সভায় আসেন সুজন ৷ সেখান থেকে প্রথমে বিজেপি-কে কটাক্ষ করে বলেন, "সরকারি অনুষ্ঠানে যাঁরা জয় শ্রী রাম বলেন, তারা অসভ্য । সেই দলটা একটা অসভ্যের দল ।" এরপরই আক্রমণের তীর ঘোরে শাসক দলের দিকে ৷ তৃণমূলকে দেড় জনের দল বলে কটাক্ষ করেন বাম নেতা ।

আরও পড়ুন :"সরকারি অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান নয়", পাশে থেকেও মমতাকে স্মরণ করালেন বিমান

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের "জয় শ্রী রাম" ঘটনা বিজেপি ও তৃণমূলের সেটিং বলেই ইঙ্গিত করেন । এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক পরিবার এক টিকিট মন্তব্যের প্রেক্ষিতে সুজন বাবুর বক্তব্য,অভিষেক 2021 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন না । তবে তিনি যা বলছেন, তা কার্যকর করতে গেলে ওনার পরিবারেই অশান্তি শুরু হবে । কারণ তৃণমূল দলটাই তো দেড় জনের দল । দলে দুই তিন চার রয়ে বাকি সব চলে গিয়েছেন ।"

আরও পড়ুন:জয় শ্রীরাম থেকে পরিবারতন্ত্র, বিজেপি-শুভেন্দুকে তুলোধনা অভিষেকের

আজ ওই সভায় ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়-সহ অন্য নেতারা । কংগ্রেসের পক্ষ থেকে আবদুল মান্নানের থাকার কথা থাকলেও তিনি আসেননি । তবে কংগ্রেসের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details