পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিষিদ্ধ তরল মাদকসহ গ্রেপ্তার 1 - ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার

৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার সহ সুকুর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ ৷

Habra police station
হাবরা থানা

By

Published : Jan 23, 2020, 7:05 PM IST

হাবরা, 23 জানুয়ারি : নিষিদ্ধ তরল মাদকসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ ৷ ধৃতের নাম সুকুর আলি(২২) ৷ তার বাড়ি বিড়ার মেঠোপাড়ায় । তার বিরুদ্ধে এর আগে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । ধৃতের কাছ থেকে ৫ লিটার ২০০ মিলিগ্রাম কোডেইন মিক্সচার বাজেয়াপ্ত করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বদর ইছাপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে সুকুর আলি । পাচারের উদ্দেশ্যেই ওই নিষিদ্ধ তরল মাদক নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের । বাজেয়াপ্ত হওয়া তরল মাদক ঠিক কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীর,তা জেরা করে জানার চেষ্টা চলছে । আজ দুপুরে বারাসত আদালতে ধৃতকে তোলা হয়েছে । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ মাদক বিক্রি এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাবরা থানা এলাকায় ৷ এর আগেও হাবরা থানা এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার হয়েছিল । যদিও এই ধরনের ঘটনা কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে হাবরা থানার তরফ থেকে । তুলনামূলকভাবে আগের থেকে মাদক পাচারের ঘটনা অনেকটাই কমেছে বলেও দাবি পুলিশের ।

ABOUT THE AUTHOR

...view details