পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেঝেতে গলাকাটা দেহ, পাশেই উদ্ধার তিনটি মদের গ্লাস - murder

ব্যারাকপুরের গোয়ালাপাড়া এলাকায় নিজের ঘর থেকে এক জুটমিল শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার হল ।

ছবিটি প্রতীকী

By

Published : May 9, 2019, 9:10 PM IST

ব্যারাকপুর, 9 মে : বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির গলাকাটা দেহ । মৃতের নাম কমল দাস । ঘটনাটি ব্যারাকপুরের গোয়ালপাড়া এলাকার ।

কমল দাস পেশায় জুটমিল শ্রমিক ছিলেন । তিনি অবিবাহিত । বাড়িতে একাই থাকতেন । গত দু'দিন ধরে বাড়ির বাইরে থেকে তালাবন্ধ ছিল । প্রতিবেশীরা মনে করেছিলেন, কমল হয়তো বাড়ি নেই । আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে । খবর দেওয়া হয় পুলিশে । তালা ভেঙে দেখে, মেঝেতে পড়ে কমলের মৃতদেহ । পাশেই পড়ে তিনটি মদের গ্লাস । আলমারি, শোকেস লন্ডভন্ড ।

পুলিশের অনুমান, কমলের সাথে আরও দু'জন ছিল । তারা সম্ভবত পূর্ব পরিচিত । মদের আসরেই কোনও গন্ডগোল হয় । এরপর কমলকে খুন করে তালা লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ।

মৃত্যুরহস্যের জট কাটাতে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details