পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় তপ্ত আমডাঙা , জাতীয় সড়ক অবরোধ - নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় তপ্ত আমডাঙা

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র বিরোধিতায় উত্তর ২৪ পরগনার আমডাঙায় অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । দফায় দফায় বিক্ষোভ চলে ।

amdanga
amdanga

By

Published : Dec 14, 2019, 12:03 AM IST

আমডাঙা , ১৩ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা । অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার পোড়ায় বিক্ষোভকারীরা ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা । রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছয় জায়গায় আগুন জ্বালানো হয় । জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । RAF মোতায়েন করা হয় । ঘটনাস্থানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও DSP (সদর) রোহেদ শেখ রয়েছেন। অবরোধের জেরে জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার ধরে তৈরি হয়েছে যানজট ।

উল্লেখ্য, আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র প্রতিবাদে বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেনে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ফলে ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে স্লোগান দেয় ।

আমডাঙায় দফায় দফায় চলে বিক্ষোভ...

বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বললেন , "মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যারা বিক্ষোভ করছে তাদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তারা অমিত শাহ বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details