পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন , নেভাতে গিয়ে আহত কর্মী - দমকল

গেঞ্জি কারখানায় আগুন । আহত কারখানার এক কর্মী । দমকলের সাতটি ইঞ্জিনের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন
মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন

By

Published : Mar 18, 2021, 10:03 PM IST

মধ্যমগ্রাম , 18 মার্চ : আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল কয়েক লাখ টাকার জিনিস । ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের একটি গেঞ্জি কারখানায় । আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার এক কর্মী । তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । দমকলের সাতটি ইঞ্জিনের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে কোনওভাবে আগুন লাগতে পারে । তবে আগুন লাগার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

মধ্যমগ্রামের গঙ্গানগরের পোস্ট অফিস মোড়ে বিপ্লব প্রসেসিং নামে ওই কারখানায় মূলত গেঞ্জি তৈরি হত । কারখানার দুটি শিফটে প্রায় ৪০ জন কর্মী কাজ করেন । নাইট শিফটে কাজ চলাকালীন বুধবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় কারখানার প্রসেসিং ইউনিটে । দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যত্র ।

আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ভয়ে বাইরে বেরিয়ে আসেন কারখানার কর্মীরা । তাঁদের চিৎকার-চেঁচামেচিতে জড়ো হয়ে যান এলাকার লোকজনও । তাঁদের সঙ্গে নিয়ে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান কর্মীরা । কিন্তু তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকলে । আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের ।

মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন

আরও পড়ুন :মিথ্যা কথার গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন; বিজেপিকে আক্রমণ মমতার

এদিকে,আগুন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্ক কাটছে না কারখানার কর্মীদের । আনন্দ মণ্ডল নামে কারখানার এক কর্মী বলেন,"নাইট শিফট চলাকালীন আগুন লাগে । প্রথমে আগুন দেখতে পান কারখানার নিরাপত্তারক্ষী । তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি । সবাই বাইরে আসলেও একজন আহত হয়েছেন "। প্রায় কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।

এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী এস কে নাজিম উদ্দিন বলেন, "চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে আগুনের লেলিহান শিখা দেখতে পাই । দমকল কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন । ওনাদের প্রচেষ্টাতেই ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছি আমরা ।"

অন্যদিকে,প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে কোনওভাবে আগুন লাগতে পারে কারখানায়। তবে,আগুন লাগার পিছনে অন্য কারন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details