বসিরহাট, 13 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার কবলে বেসরকারি স্কুলবাস (25 student injured by road accident) । পড়ুয়া ভরতি ওই স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরির । দুর্ঘটনায় আহত হয়েছেন বাস চালক-সহ কমপক্ষে 25 জন পড়ুয়া। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ধান্যকুড়িয়া হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে আহত 22 জন ছাত্র-ছাত্রীর। তবে চালক-সহ বাকি তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে অন্য একটি হাসপাতালে । মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার মাটিয়ার ফিরোজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টাকি রোডে যানচলাচল সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে । পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ ।
জানা গিয়েছে, এদিন সকালে বসিরহাট থেকে পড়ুয়া ভরতি একটি বেসরকারি স্কুল বাস বারাসতের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি খালি লরি। প্রত্যক্ষদর্শীদের কথায়, "দুটি গাড়িরই গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে স্কুল বাসের ঠিক সামনে। ক্ষতিগ্রস্থ হয় স্কুল বাসের সামনের অংশটি । দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। বাসের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। দুর্ঘটনার খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ আসে ৷ যানজট নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করেন তারা ৷