বিধাননগর, 15 অক্টোবর: বিমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার নাম করে একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেক্টর ফাইভের একটি অফিস থেকে তিন মহিলা সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, গত বছরের জুন মাসে গিরিশ পার্ক এলাকার বাসিন্দা বছর তিয়াত্তরের এক বৃদ্ধা বিধাননগর সাইবার অপরাধদমন থানায় একটি সংস্থার নামে টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, তাঁর একটি বন্ধ হয়ে যাওয়া বিমা ছিল ৷ ওই বছরের মার্চ মাসে তাঁর কাছে একটি ফোন আসে ৷ ফোনে তাঁকে জিজ্ঞাসা করা হয় তাঁর কোনও বন্ধ হয়ে যাওয়া বিমা রয়েছে কি না ৷ উত্তরে তিনি বন্ধ হয়ে যাওয়া বিমার কথা জানান ৷ ফোনের অন্য পারের ব্যক্তি নিজেকে বিমা গ্রহীতার পরিচয় দেন ৷ ফোনে তাঁকে বিমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে কয়েকদিন তাঁর বাড়িতে এক ব্যক্তি তাঁর বাড়িতে আসে । তাঁকে সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে যেতে বলা হয় ৷