পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতারণার অভিযোগ, সল্টলেক থেকে গ্রেপ্তার 19 - বিধাননগর থানা

বিমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে প্রতারণা করেছিল এক সংস্থা ৷ তাঁকে জোর করে 40 লাখ টাকা বিমা করাতে বাধ্য করা হয়েছিল ৷ ওই সংস্থার মোট 16 জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের

By

Published : Oct 15, 2019, 8:38 PM IST

Updated : Oct 16, 2019, 2:35 PM IST

বিধাননগর, 15 অক্টোবর: বিমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার নাম করে একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেক্টর ফাইভের একটি অফিস থেকে তিন মহিলা সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গত বছরের জুন মাসে গিরিশ পার্ক এলাকার বাসিন্দা বছর তিয়াত্তরের এক বৃদ্ধা বিধাননগর সাইবার অপরাধদমন থানায় একটি সংস্থার নামে টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, তাঁর একটি বন্ধ হয়ে যাওয়া বিমা ছিল ৷ ওই বছরের মার্চ মাসে তাঁর কাছে একটি ফোন আসে ৷ ফোনে তাঁকে জিজ্ঞাসা করা হয় তাঁর কোনও বন্ধ হয়ে যাওয়া বিমা রয়েছে কি না ৷ উত্তরে তিনি বন্ধ হয়ে যাওয়া বিমার কথা জানান ৷ ফোনের অন্য পারের ব্যক্তি নিজেকে বিমা গ্রহীতার পরিচয় দেন ৷ ফোনে তাঁকে বিমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে কয়েকদিন তাঁর বাড়িতে এক ব্যক্তি তাঁর বাড়িতে আসে । তাঁকে সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে যেতে বলা হয় ৷

ওই ব্যক্তির নির্দেশমতো তিনি সেক্টর ফাইভের অফিসে যান ৷ এরপরেও তাঁকে কয়েকবার ওই অফিসে যেতে বলা হয় ৷ বন্ধ হয়ে যাওয়া বিমার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সংস্থা তাঁর বিশেষভাবে সক্ষম ছেলের নামে প্রায় 40 লাখ টাকার একটি বিমা খুলতে বাধ্য করায় বলে অভিযোগ ৷ এরপরেই তিনি ওই সংস্থার নামে বিধাননগর সাইবার অপরাধদমন থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷

গতকাল সেক্টর ফাইভে ওই সংস্থার অফিসে হানা দিয়ে তিনজন মহিলা সহ 16 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের মধ্যে ওই সংস্থার তিনজন অধিকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম রাজেশ কুমার সাহু, দেবাশিস দেবনাথ ও কৃশানু ঋষি দাস ৷ এই চক্রে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Oct 16, 2019, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details