কলকাতা, 14 নভেম্বর : কেন্দ্রীয় সরকার আমফানে ক্ষয়ক্ষতির জন্য রাজ্যকে 2700 কোটি টাকা বরাদ্দ করছে। BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অমিত শাহ বাংলার জন্য এই টাকা বরাদ্দ করেছেন । BJP-র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার দেবে কেন্দ্রীয় টাকা । এটা কোনও রাজনৈতিক দলের টাকা নয় । আমফানে ক্ষয়ক্ষতির টাকা অনেক আগেই রাজ্যে চলে আসা উচিত ছিল । রাজ্য সরকার 54 হাজার কোটি টাকা এমনিতেই পায় কেন্দ্রের কাছে। আমফানের ঘূর্ণিঝড়ে এক লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমফান ঘূর্ণিঝড়ের এক সপ্তাহের মধ্যেই 6 হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে শুধুমাত্র রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে এখনও ত্রাণের জন্য অর্থ বিলি করা হচ্ছে । তাই এই ধরনের মন্তব্য করে কোনও লাভ নেই BJP-র। বাংলার উন্নয়ন করার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হয় না । বাংলার টাকা দিয়েই বাংলার মানুষের উন্নয়ন করা হয়।