পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে ক্ষয়ক্ষতির টাকা অনেক আগেই রাজ্যে আসা উচিত ছিল : ফিরহাদ হাকিম - আমফানের ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র

BJP-র দাবি, অমিত শাহ বাংলার জন্য এই ক্ষতিপূরণের টাকা বরাদ্দ করেছেন। কেন্দ্রীয় সরকার কেন্দ্রের টাকা থেকে এই ক্ষতিপূরণ দিচ্ছে, এই টাকা কোনও রাজনৈতিক দলের নয় বলে পালটা মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Firhad hakim
Firhad hakim

By

Published : Nov 14, 2020, 6:40 AM IST

কলকাতা, 14 নভেম্বর : কেন্দ্রীয় সরকার আমফানে ক্ষয়ক্ষতির জন্য রাজ্যকে 2700 কোটি টাকা বরাদ্দ করছে। BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অমিত শাহ বাংলার জন্য এই টাকা বরাদ্দ করেছেন । BJP-র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার দেবে কেন্দ্রীয় টাকা । এটা কোনও রাজনৈতিক দলের টাকা নয় । আমফানে ক্ষয়ক্ষতির টাকা অনেক আগেই রাজ্যে চলে আসা উচিত ছিল । রাজ্য সরকার 54 হাজার কোটি টাকা এমনিতেই পায় কেন্দ্রের কাছে। আমফানের ঘূর্ণিঝড়ে এক লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমফান ঘূর্ণিঝড়ের এক সপ্তাহের মধ্যেই 6 হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে শুধুমাত্র রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে এখনও ত্রাণের জন্য অর্থ বিলি করা হচ্ছে । তাই এই ধরনের মন্তব্য করে কোনও লাভ নেই BJP-র। বাংলার উন্নয়ন করার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হয় না । বাংলার টাকা দিয়েই বাংলার মানুষের উন্নয়ন করা হয়।

পাশাপাশি ফিরহাদ কেন্দ্রকে এক হাত নিয়ে বলেন, বাংলায় 365-র প্রয়োজন নেই । যেখানে ধর্মের নামে অশান্তি হয়, যেখানে মহিলাদের ধর্ষণ করে মেরে ফেলা হয় সেইসব রাজ্যে 365 করুক BJP।

দিলীপ ঘোষের গাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ওঁর গাড়িতে তৃণমূলের আক্রমণ করার কোনও প্রয়োজন নেই। কারণ, তৃণমূল খুনোখুনি মারামারি-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। মারামারি সন্ত্রাসের রাজনীতি করে BJP।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details