পুরুলিয়া, 24 জুন : সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা । চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।
সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, পুরুলিয়ায় ধৃত 1
চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । প্রায় 37 জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছে ওই যুবক ও তার সহযোগীরা ।
ছবিটি প্রতীকী
অভিযুক্ত যুবকের নাম সত্যজিৎ মাহাত । অভিযোগ, রেল থেকে শুরু করে বন দপ্তর, খাদ্য ও সরবরাহ, সেচ দপ্তরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকার যুবকদের মগজ ধোলাই করা হত । পুরুলিয়ার বরাবাজারের আমরাবেড়া গ্রামে 'স্কিল ইন্ডিয়া' নামে একটি অফিসও খুলেছিল ওই যুবক ও তার সহযোগীরা । সেখান থেকেই তারা নিজেদের কাজ করত । প্রায় 37 জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছে তারা ।