পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder in Purulia: পুরুলিয়ায় পারিবারিক বিবাদের জের! কাকার বিরুদ্ধে ভাইপোকে খুনের অভিযোগ - কাকা ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে আক্রমণ

পারবারিক বিবাদ নিয়ে বচসা চলছিল কাকা ও ভাইপোর মধ্যে ৷ এই অবস্থায় কাকার বিরুদ্ধে অভিযোগ, হঠাৎ কাকা ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে আক্রমণ করে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভাইপো ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

ETV Bharat
Purulia Murder

By

Published : May 27, 2023, 9:28 PM IST

টামনা (পুরুলিয়া), 27 মে: পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া টামনা থানা এলাকার মাতকুমডি গ্রামে ৷ ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশী তথা আত্মীয়ের বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির নাম গোরাচাঁদ মাঝি (35) । অভিযুক্ত সম্পর্কে তাঁর কাকা ৷

সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিন্ধেশ্বর মাঝিকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছে টামনা থানার পুলিশ ৷ বচসার জেরে গোরাচাঁদ মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত ৷ আর তাতেই মাথায় সাংঘাতিক চোট পান গোরাচাঁদ ৷ রক্তে ভেসে যায় ঘটনাস্থল ৷ পুলিশ তাঁকে উদ্ধার করে চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ শনিবার পুরুলিয়া মেডিক্যাল কলেজে গোরাচাঁদ মাঝির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

এই খুনের ঘটনায় পুলিশের কাছে স্থানীয়রা জানিয়েছে, খুনের পর গ্রামেই একজায়গায় লুকিয়ে ছিল অভিযুক্ত বিন্দেশ্বর মাঝি ৷ পুলিশ গোপন সূত্রে খবর পায় ৷ এরপর শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করে টামনা থানার পুলিশ ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই গ্রামে ৷

আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া, 24 ঘণ্টার মধ্যে দেহ উদ্ধার মহিলার, উধাও স্বামী

এলাকাবাসী জানিয়েছে, বিন্ধেশ্বর ও গোরাচাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল ৷ তাঁরা দূর সম্পর্কে কাকা-ভাইপো ৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে ৷ গতকাল সন্ধ্যায় তাঁদের দু'জনের মধ্যে বিবাদ শুরু হয় ৷ আর তারপরই ধারালো অস্ত্র দিয়ে ভাইপো গোরাচাঁদকে আক্রমণ করে কাকা বিন্ধেশ্বর মাঝি ৷ এই খুনের পিছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ৷ আজ ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয়েছে ৷ বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details