পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Municipality Chairperson: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন পদে শপথ নিলেন শিলা চট্টোপাধ্যায় - ঝালদা পৌরসভা

কংগ্রেসের সমর্থনে ঝালদা পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান পদে শপথ নিলেন শীলা চট্টোপাধ্যায় (Chairperson of Jhalda Municipality) ৷ সোমবার নির্বাচনে 7-0 ভোটে জিতেছিলেন তিনি ৷

Jhalda Municipality Chairperson ETV BHARAT
Jhalda Municipality Chairperson

By

Published : Jan 17, 2023, 7:20 PM IST

পুরুলিয়া, 17 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পৌরসভার পৌরপ্রধান হিসেবে শপথ নিলেন কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় (Sheela Chatterjee Takes Oath as Chairperson) ৷ ঝালদা পৌরসভায় সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পৌরপ্রধান নির্বাচন হয় জেলাশাসকের নজরদারিতে ৷ সেখানে 7-0 ভোটে পৌরপ্রধান পদে জয়ী হন শীলা চট্টোপাধ্য়ায় ৷ কিন্তু, এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন বিদায়ী পৌরপ্রধান সুরেশ আগরওয়াল ৷ যদিও, তা খুব একটা গুরুত্ব পায়নি ৷ এদিন শীলা চট্টোপাধ্যায় পৌরপ্রধান পদে শপথ নিতেই ঝালদা পৌরসভায় কংগ্রেস ক্ষমতায় এল ৷

উল্লেখ্য, ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর, তাঁর আসনে পুনর্নিবাচন হয় ৷ সেই পুনর্নিবাচনেও কংগ্রেস জয়ী হয় ৷ কিন্তু, কংগ্রেসকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের সুযোগ না-দিয়েই তৃণমূলের বিরুদ্ধে জোর জবরদস্তি বোর্ড গঠনের অভিযোগ ওঠে ৷ পরবর্তী সময়ে কংগ্রেসের তরফে অনাস্থা প্রস্তাব পেশ করা হয় ৷ সেখানে ক্ষমতাচ্যূত হয় তৃণমূল ৷ কিন্তু, সেখানেও কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, শাসকদল ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে সেখানে প্রশাসক বসানোর পরিকল্পনা করছে ৷

কিন্তু, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ৷ সেখানে আদালতের রায় কংগ্রেসের পক্ষে যায় ৷ সেই মতো সোমবার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন জানান কংগ্রেসের 5 জন এবং নির্দল 2 জন কাউন্সিলর ৷ পৌরপ্রধান নির্বাচনে জয়ের পর, এবার ঝালদা পৌরসভায় বোর্ড গঠনের পথে কংগ্রেস ৷ এ নিয়ে প্রতিক্রিয়ায় শিলা চট্টোপাধ্যায় বলেন, ‘‘গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে ৷ ঝালদা পৌরসভা এলাকার মানুষের আশা-আকাঙ্খার জয় হয়েছে ৷’’

আরও পড়ুন:পৌরপ্রধান নির্বাচনে ঝালদায় ব্যালট পেপার চুরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, ‘‘আমরা প্রথম থেকেই পূর্ণ আশা নিয়ে লড়াই করেছি ৷ আজ আমাদের সেই ইচ্ছাপূর্ণ হল ৷ সত্যের জয় হয়েছে ৷’’ তবে, তৃণমূল ক্ষমতাচ্যূত হয়ে কার্যত গুটিয়ে গিয়েছে ৷ পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘বিষয়টি নিয়ে দলীয়স্তরে আলোচনা চলছে ৷ এর বেশি কিছু বলব না ৷’’ জেলাশাসক জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ তিনি কার্যকর করিয়েছেন ৷ এদিন ঝালদা মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করান ৷

ABOUT THE AUTHOR

...view details