পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানীয় জলের দাবিতে পুরুলিয়া-আষড়া সড়কে অবরোধ - ঢেঁকিয়া গ্রাম

পানীয় জলের দাবিতে পুরুলিয়া-আষড়া রাজ্য সড়ক অবরোধ করলেন আষড়ার ঢেঁকিয়া গ্রামের বাসিন্দারা ৷ প্রায় 3 বছর ধরে ওই গ্রামে পরিশুদ্ধ পানীয় জল নেই বলে অভিযোগ ৷

road block on dimand of drinking water in purulia ashra
পানীয় জলের দাবিতে পুরুলিয়ায় আষড়ায় পথ অবরোধ স্থানীয়দের

By

Published : Feb 20, 2021, 10:12 PM IST

পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন পুরুলিয়ার ঢেঁকিয়া গ্রামের বাসিন্দারা । এদিন পুরুলিয়া-আড়ষা সড়কের উপর হাঁড়ি, কলসি রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, আড়ষা ব্লকের অন্তর্গত ঢেঁকিয়া গ্রামে পানীয় জলের সমস্যা তিন বছর ধরে রয়েছে । গ্রামে পর্যাপ্ত নলকূপ নেই বলে অভিযোগ করেছেন গ্রামবাসী ।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামে যে ক‘টা নলকূপ রয়েছে সেগুলি বিকল । তাই প্রায় 2 কিমি দূর থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হয় গ্রামবাসীদের । স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বার বার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি । তাই এবার রাস্তা অবরোধ করে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ঢেঁকিয়া গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে পুরুলিয়া-আড়ষা সড়কের দু’দিকে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও মালবাহী গাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ প্রশাসন ।

পানীয় জলের দাবিতে পুরুলিয়া-আষড়া সড়কে অবরোধ

আরও পড়ুন : নিকাশির দাবিতে রায়গঞ্জে রাজ্য সড়ক অবরোধ

পরে ঘটনাস্থলে পৌঁছান জেলা যুব তৃণমূল সভাপতি সুশান্ত মাহাত । তিনি গ্রামবাসীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং ফোন মারফত জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে গ্রামবাসীর কথা বলান। শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা । তবে, আগামী 7 দিনের মধ্যে পানীয় জলের স্থায়ী সমস্যার সমাধান না হলে পুনরায় পথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details