পুরুলিয়া, 2 জুন : লকডাউন জারি হওয়ার পর বন্ধ পরিবহন ব্যবস্থা ৷ প্রায় 69 দিন ধরে তালা ঝুলছিল পুরুলিয়া রেল স্টেশনের টিকিট কাউন্টারের l ফের পুরুলিয়ায় চালু হল নিয়মিত এক্সপ্রেস ট্রেন পরিষেবা l
গতকাল বেলা প্রায় দশটা কুড়ি নাগাদ পুরুলিয়া স্টেশনে ঢোকে টাটানগর-দানাপুর এক্সপ্রেস l স্টেশনে ট্রেনটি ঢুকতেই এদিন যাত্রীদের নিয়ম মেনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় স্টেশন চত্বরেই l পাশাপাশি যে সমস্ত রেল যাত্রীরা ট্রেনে সফর করেছে তাদের সকলের নাম ও যোগাযোগ নম্বর লিপিবদ্ধ করে রাখেন রেল কর্মীরা l আগামী 14 দিনের মধ্যে তাদের খোঁজখবরও নেওয়া হবে রেলের পক্ষ থেকে l রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি ছাড়াও আপাতত নিউদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি রোজ চলবে l তবে নিশ্চিত আসন সংরক্ষণ ছাড়া এই ট্রেনগুলিতে সফর করা যাবে না বলে জানা গিয়েছে l ট্রেনটি স্টেশন থেকে ছাড়তেই আবার গোটা স্টেশন চত্বর স্যানিটাইজ করা হয় l