পুরুলিয়া, 1 এপ্রিল : সামাজিক দূরত্ব মেনে এবং প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী এবার বাসন্তী পুজো হল পুরুলিয়ার নদীয়াড়া গ্রামে । ২০০ বছরেরও পুরোনো এই গ্রামের বাসন্তী পুজো । প্রতিবারই ভিড় জমান বহু মানুষ । তবে এবার লকডাউনের কারণে অন্য গ্রামের মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে পুজো কমিটি । এছড়া বন্ধ করা হয়েছে সামাজিক অনুষ্ঠানগুলিও ।
সামাজিক দূরত্ব মেনে বাসন্তী পুজোয় বার্তা - news of purulia
সামাজিক দূরত্ব মেনেই হল পুরুলিয়ার নদীয়াড়া গ্রামের বাসন্তী পুজো । সরকারি নির্দেশিকা মেনে বন্ধ করা হয়েছে সামাজিক অনুষ্ঠান । এছাড়াও অন্য গ্রামের মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে পুজো কমিটি ।
পুজো কমিটির সদস্য নিমাই মিশ্র, উপেন পাল, দিলীপ গোপ জানান, "প্রায় ২০০ বছর আগে গ্রামে বসন্ত রোগে আক্রান্ত হয় বহু মানুষ । ভয়ে গ্রাম ছাড়া হতে থাকে গ্রামবাসীরা । বসন্ত রোগ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলিতেও । সেই সময়ই উত্তরপ্রদেশ থেকে আসা এক সাধু গ্রামবাসীদের বাসন্তী পুজো করার পরামর্শ দেন । সেই মতো প্রায় ২০০ বছর আগে গ্রামে শুরু হয় বাসন্তী পুজো । সেই থেকে প্রতি বছর ধুমধাম করে পুজো হয়ে আসছে গ্রামে । পুজোর চার দিন গ্রাম্য যাত্রাপালা, নাচ-গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর । জেলার বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বাইরে থেকে এবং ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন গ্রামে পুজো দিতে । পুজোর দিনগুলোতে ভিড়ে ঠাসা থাকে এলাকা । কিন্তু এবার কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি হওয়ায় সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে । পুজো হলেও গ্রামের লোকজন ছাড়া বাইরের গ্রাম থেকেও পুজো দিতে আসা নিষিদ্ধ করেছে পুজো কমিটি।
পুজো দেওয়ার সময় সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ । সেই নির্দেশিকা মতো সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন গ্রামবাসীরা । বাইরের জেলা থেকে তো বটেই বাইরের গ্রামের লোকজনদেরও বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে ।