পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Murder Case : তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত - Purulia Court sends Tapan Kandu Murder Accused Kalebar Singh to Judicial Custody

গত 13 এপ্রিল খুন হন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ আদালতের নির্দেশে ওই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে (CBI Investigation on Jhalda Murder Case) ৷

purulia-court-sends-tapan-kandu-murder-accused-kalebar-singh-to-judicial-custody
Jhalda Murder Case : তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত

By

Published : Apr 15, 2022, 2:24 PM IST

পুরুলিয়া, 15 এপ্রিল : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবর সিংকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল পুরুলিয়া জেলা আদালত (Purulia Court sends Tapan Kandu Murder Accused Kalebar Singh to Judicial Custody) ৷ শুক্রবার তাকে আদালতে পেশ করা হয় ৷ শুনানির পর বিচারকের নির্দেশ, আগামী 27 এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে কলেবরকে ৷

গত পাঁচদিন ওই অভিযুক্ত সিবিআইয়ের হেফাজতে ছিল ৷ কলেবর সিং ছাড়াও নরেন কান্দু ও আশিক খানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই । নরেন ও আশিককে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । দু’দিন পর তাদের পেশ করা হবে আদালতে ৷

তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত

এদিন জেলা আদালত থেকে বেরিয়ে এসে কলেবর বলে, "আমাকে ফাঁসানো হয়েছে । তপন কান্দুর খুনের ঘটনায় নরেন কান্দু যুক্ত রয়েছে ।" অন্যদিকে গত 13 মার্চ খুনের দিন সিসি ক্যামেরায় কলেবরকে দেখা গিয়েছে একজন বাইক চালকের পেছনে বসে থাকতে । সেই বাইক চালকের নাম সে জানায় জয়ন্ত সিং । তাঁর বাড়ি ঝাড়খণ্ডে । এদিন এই বিষয়টিও জানিয়েছে কলেবর ৷

আরও পড়ুন :CBI in Jhalda Case : নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী দল

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details