পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোহভঙ্গ পদ্মে, জোড়াফুলেই ফিরল পুরুলিয়া বাস ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা - purulia bus stand workers union members return to TMC

যোগ দেওয়ার দু'দিনের মধ্যে ফের তৃণমূলে ফিরলেন পুরুলিয়া বাসস্ট্যান্ডের সাড়ে তিন হাজার বাস কর্মচারী । ফিরে বললেন, ভুল বোঝাবুঝি মিটে গেছে ।

পুরুলিয়া বাসস্ট্যান্ড

By

Published : Jun 19, 2019, 9:18 PM IST

Updated : Jun 19, 2019, 10:53 PM IST

পুরুলিয়া, 19 জুন : দু'দিনেই মোহভঙ্গ । পুরুলিয়ায় সোমবার BJP-তে যোগ দেওয়া পুরুলিয়া বাসস্ট্যান্ডের বাস ওয়ার্কার্স ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার বাস কর্মচারী আবার ফিরলেন তৃণমূলে।

আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ‍্যায় ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি।

ভিডিয়োয় শুনুন

সভাধিপতি সুজয় বন্দোপাধ‍্যায় বলেন, "ঘরের ছেলেরা আবার ঘরে ফিরে এল । কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা BJP-তে যোগ দেয়। পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসে।"

Last Updated : Jun 19, 2019, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details