পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলের বেসরকারিকরণ নিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ তৃণমূলের - পুরুলিয়ার খবর

ভারতীয় রেলকে বেসরকারিকরণ করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার । এই নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস । কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আজ পুরুলিয়ায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্য়ান্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের জেলা শাখা ।

aa
তৃণমূল

By

Published : Jul 7, 2020, 9:41 PM IST

পুরুলিয়া, 7জুলাই : ভারতীয় রেলকে বেসরকারিকরণকরায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস ।আজ পুরুলিয়া রেল স্টেশন,আনাড়াস্টেশন,রুকনিস্টেশন,আদ্রাস্টেশনসহ একাধিক রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসেরকর্মী-সমর্থকরা । পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিলও করেন তাঁরা ।

পুরুলিয়ায় প্রতিবাদ কর্মসূচীতেসামিল হয় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্য়াসোসিয়েশনের জেলা শাখা ।পাশাপাশি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় । পুরুলিয়া রেল স্টেশনে প্রতিবাদবিক্ষোভের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নব্যেন্দু মাহালিlবলেন, "দীর্ঘদিন ধরে ভারতীয় রেলকে বেসরকারিকরণ করার চক্রান্তকরছে কেন্দ্রীয় সরকারlএর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমরাlএকদিকে কোরোনা আবহের মধ্যে দিন দিন বেড়েই চলেছে পেট্রোপণ্যেরদাম । প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেlসারা বিশ্বে পেট্রল ডিজ়েলের দাম নিয়ন্ত্রণে রয়েছে ।ভারতে পেট্রল-ডিজ়েলের দাম আকাশছোঁয়া । এর আগে কোনওদিন এরকম হয়নি । এরপর কেন্দ্রীয়সরকারের নজর পড়েছে ভারতীয় রেলের উপর । একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করাহয়েছে । এবার রেলকে বেসরকারিকরণ করার চক্রান্ত চলছে । এই ঘটনার তীব্র প্রতিবাদেজেলা তথা রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ জানানো হচ্ছেl"

ABOUT THE AUTHOR

...view details