পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Municipality: কাউন্সিলর তৃণমূল ছাড়ায় ঝালদা পৌরসভায় চাপে শাসক দল - তৃণমূল

ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) এক তৃণমূল কাউন্সিলর দল ছেড়েছেন ৷ তাতেই সেখানে চাপে শাসক দল ৷

one-trinamool-congress-councilor-from-the-municipality-of-jhalda-has-resigned-from-the-party
Jhalda Municipality: কাউন্সিলর তৃণমূল ছাড়ায় ঝালদা পৌরসভায় চাপে শাসক দল

By

Published : Oct 27, 2022, 8:31 PM IST

পুরুলিয়া, 27 অক্টোবর: আজ থেকে দিন পনেরো আগে পুরুলিয়ার (Purulia) ঝালদা পৌরসভায় অনাস্থা চেয়ে পৌরপ্রধান ও জেলা প্রশাসনকে চিঠি দেয় পাঁচজন কংগ্রেস (Congress) কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলর । যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তলবি সভা ডাকা হয়নি । এই পরিস্থিতিতে এক কাউন্সিলর তৃণমূল (Trinamool Congress) ছাড়ার ঘোষণা করেন ৷ আর তাতেই বিপাকে পড়েছে শাসক দল ৷

উল্লেখযোগ্য বিষয় হল, 12 আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) তৃণমূল কংগ্রেসের 6, নির্দল এক এবং কংগ্রেসের পাঁচজন কাউন্সিলর রয়েছেন । তাঁদের মধ্যে নির্দল থেকে জয়ী হয়ে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায় ৷

আজ, বৃহস্পতিবার তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন ৷ এই নিয়ে তিনি দলের জেলা সভাপতিকে চিঠি পাঠিয়েছেন । শীলা চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, "ব্যক্তিগত কারণে দল ত্যাগ করলাম ।" যার ফলে স্বাভাবিক ভাবেই ঝালদা পৌরসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ নিয়ে বেকায়দায় পড়ে গেল শাসক দল । এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়ালকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "হ্যাঁ পদত্যাগপত্র পেয়েছি । কেন তিনি পদত্যাগ করলেন, তা খোঁজ নিয়ে দেখছি । এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে ।"

আরও পড়ুন :মঞ্চে নেই দলীয় প্রতীক, তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠী বিভাজনের আঁচ দেখছে বিরোধীরা

ABOUT THE AUTHOR

...view details