পুরুলিয়া, 8 জুন : বজ্রাঘাতে পুরুলিয়া জেলায় আহত একাধিক ব্যক্তি । মৃত্যুও হয়েছে একজনের । তাঁর নাম উত্তম বাউরি (42) l সে মানবাজার এক নম্বর ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের বাসিন্দা l ওই গ্রামেরই আহত দুই ব্যক্তি হলেন স্বরূপ বাউরি ও ফটিক বাউরি । স্থানীয় মানবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা চিকিৎসাধীন l আজ মৃতদেহের ময়নাতদন্ত হবে পুরুলিয়া সদর হাসপাতালে l
পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত 1, আহত 7 - পুরুলিয়া
পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হল একজনের ৷ সাতজন আহন ৷ চারটি গবাদি পশুও মারা যায় ৷
গতকাল সন্ধের সময় মাঠে যান ওই তিনজন l এরপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় l সেই সময়ই বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের । এবং আহত হয় দু'জন l অন্যদিকে, ওই ব্লক এলাকারই ঝাড়বাগ্দা গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে আহত হন আরও দুই l আহতরা হলেন সুনীল মাঝি, কার্তিক মাঝি l তাঁরা মানবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন l
অন্যদিকে, একই সময়ে রঘুনাথপুর থানার ফুলবেড়িয়া গ্রামে বাজ পড়ে তিনটি মহিষ ও একটি গরু মারা যায় l আহত হয়েছেন ওই গ্রামের তিন তিনজন l তাঁরা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন l