পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NVF Personnel Suicide: পুরুলিয়ায় কর্মরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী এনভিএফ কর্মী ! - এনভিএফ কর্মী আত্মঘাতী

পুরুলিয়ায় বেলগুমা পুলিশ লাইনে কর্মরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হলেন এক এনভিএফ কর্মী ৷ তাঁর নাম সুশীল কিস্কু (45)।

NVF Personnel Suicide ETV Bharat
আত্মঘাতী এনভিএফ কর্মী

By

Published : Apr 20, 2023, 1:59 PM IST

পুরুলিয়া, 20 এপ্রিল: কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক এনভিএফ কর্মী । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায় । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে । জানা গিয়েছে, মৃত এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু (45)। বাড়ি পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার অন্তর্গত কুইলাপাল এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলগুমা পুলিশ লাইনের মধ্যে বেলার দিকে হঠাৎই গুলির শব্দ শুনতে পান সেখানে কর্মরত পুলিশ কর্মী ও এনভিএফ কর্মীরা । ঘটনাস্থলে তাঁরা গিয়ে দেখেন, কপালে গুলি লেগেছে ওই এনভিএফ কর্মীর । মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুশীল কিস্কু । সঙ্গে সঙ্গে তাঁরা ওই এনভিএফ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকেরা এনভিএফ কর্মী সুশীল কিস্কুকে মৃত বলে ঘোষণা করেন এবং তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ছিলেন সুশীল কিস্কু । বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । বৃহস্পতিবার নিজেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই এনভিএফ কর্মী। তবে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা এখনও স্পষ্ট জানা যায়নি ।

এ দিনের এই ঘটনার পরই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে । আজই পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত এনভিএফ কর্মীর দেহের ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে । এই ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া । এ দিনের ঘটনার পরই পুরুলিয়া জেলা পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান । গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেন তাঁরা । বেলগুমা পুলিশ লাইনে সাধারণের প্রবেশে নিষেধ করা হয় । ওই এনভিএফ কর্মীর সঙ্গে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্তারা ।

আরও পড়ুন:বিয়ের তিন মাসের মাথায় আত্মঘাতী বধূ, নেপথ্যে স্মার্টফোন !

ABOUT THE AUTHOR

...view details