পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়া কোরোনায় আক্রান্ত আরও 9 পরিযায়ী শ্রমিক - পরিযায়ী শ্রমিক

জেলায় ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ আর তারপরই তাদের মধ্যে অনেকেই কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এবার পুরুলিয়ার আরও 9 পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাসের উপস্থিতি ৷

corona
ফাইল ফোটো

By

Published : Jun 10, 2020, 1:38 AM IST

পুরুলিয়া, 10 জুন : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হলেন আরও ন'জন পরিযায়ী শ্রমিক l তাঁরা সম্প্রতি মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফিরেছেন l এর জেরে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 83 l ইতিমধ্যে জেলার 54 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছে l

আক্রান্তদের মধ্যে 21 জন আড়ষা ব্লকের, ন'জন বাঘমুণ্ডি ব্লকের, সাতজন বলরামপুর ব্লকের, দু'জন বরাবাজার ব্লকের, দু'জন হুড়া ব্লকের, দু'জন ঝালদা এক নম্বর ব্লকের, দু'জন ঝালদা 2 নম্বর ব্লকের, পাঁচজন জয়পুর ব্লকের, একজন কাশিপুর ব্লকের, একজন মানবাজার 1 নম্বর ব্লকের , একজন মানবাজার 2 নম্বর ব্লকের , পাঁচজন পাড়া ব্লকের , তিনজন পুঞ্চা ব্লকের , ছ'জন পুরুলিয়া 1 নম্বর ব্লকের , একজন রঘুনাথপুর 1 নম্বর ব্লকের, তিনজন নিতুড়িয়া ব্লকের এবং একজন রঘুনাথপুর পৌরসভা এলাকার বাসিন্দা ৷

ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছে 17 জন l সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছে 6 হাজার 663 জন ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 17 হাজার 313 জন l 67 হাজার 61 জনের হোম কোয়ারানটিনে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে l গতকাল আরও 25 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l মোট 9 হাজার 264 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল ৷ তার মধ্যে 8 হাজার 633 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং 83 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে এসেছে পৌঁছায়নি l

ABOUT THE AUTHOR

...view details