পুরুলিয়া, ১ মার্চ : পোষ্য মোষের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাইদ গ্রামে। মৃতের নাম প্রেম মাহাত (৫৭)।
পোষ্যের আক্রমণে মৃত ব্যক্তি - kol
পোষ্য মোষের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাইদ গ্রামে।
বিকেলের দিকে ওই ব্যক্তি তার দুটি পোষ্য মোষকে পুকুরে স্নান করাতে নিয়ে যান। বাড়ি ফেরার সময় একটি মোষ হঠাৎই তাকে লক্ষ্য করে আক্রমণ করে। স্থানীয়রা সেই মোষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সেই ফাঁকে প্রেম পালানোর চেষ্টা করে। তখন ওই মোষটি পিছন থেকে এসে তাকে বেশ কয়েকবার সিং দিয়ে তাঁকে গুঁতো মারে। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভরতি করলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীরা মোষটিকে জাল দিয়ে ধরে বেঁধে রাখা হয়েছে।