পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Kills Mother-in-Law: শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার বড়জামাই - পুরুলিয়া আদালত

বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার বড়জামাই ৷ অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত ৷

Man Kills Mother-in-Law
বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:25 PM IST

পুরুলিয়া, 26 অগস্ট: শাশুড়িকে খুন করার অভিযোগ উঠল বড় জামাইয়ের বিরুদ্ধে । এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের ছোট মেয়ে । অভিযুক্ত জামাই জনাথন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাঁকে পুরুলিয়া আদালতে তোলা হয় ৷ বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন । মৃতের নাম গীতা রায় (74) ৷ তিনি পুরুলিয়া শহরের বেলগুমা এলাকার নাথুডি পাড়ার বাসিন্দা ছিলেন ৷

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বর্তমানে জামশেদপুর এলাকার বাসিন্দা পুজা মুখোপাধ্যায় টামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগে ওই মহিলা দাবি করেছেন, গত 21 তারিখ রাত ন'টা দশ মিনিট নাগাদ প্রতিবেশীর ফোনে তাঁর দিদি তাঁকে ফোন করেন ৷ তিনি জানান, তাঁদের মায়ের মৃত্যু হয়েছে । খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন রাত 12টা নাগাদ । সেখানে এসে তিনি জানতে পারেন, তাঁর মাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছেন জামাইবাবু জনাথন বিশ্বাস । হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতার ছোট মেয়ে পূজা মুখোপাধ্যায়ের দাবি, তাঁর মা বয়স্ক হলেও নিজেই সব কাজ করতে পারতেন ৷ এমনকি রান্নাও নিজেই করতেন । কিন্তু ইদানিং বড় মেয়ে ও জামাইয়ের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না । তিনি বলেন, "যখন আমি ঘটনার দিন সকাল 10টা নাগাদ মাকে ফোন করি তখন তিনি আমাকে বলেন যে তোর দিদি ও জামাইবাবু আমার সঙ্গে ঝামেলা করছে । দুপুর 1টা নাগাদ মাকে ফের ফোন করায় মা জানান যে, তিনি বাথরুমে যাচ্ছেন ।"

আরও পড়ুন:বিবাদের জেরে পুরুষের ছদ্মবেশে ঘুমন্ত শাশুড়িকে পিটিয়ে হত্যা, গ্রেফতার বউমা

পূজার অভিযোগ, তাঁর জামাইবাবু দুপুর 1টা থেকে রাত ন'টার মধ্যে কোনও এক সময়ে মাকে হত্যা করেছেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না । তবে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান । যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই খুনের বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details