পুরুলিয়া, 14 ফেব্রুয়ারি : ‘‘গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিভেদকামী দল বিজেপি জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছে । লোকসভা নির্বাচনের পর যে পরিবর্তন হয়েছে, তাতেই স্পষ্ট যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন৷ এই লালমাটিতে পদ্মফুল কোনওদিন ফুটবে না৷ এখানে শুধু ঘাসফুল ফুটবে।’’ রবিবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়ায় দলীয় মহামিছিলে যোগ দিয়ে একথা বলেন জঙ্গলমহলের অন্যতম নেতা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছত্রধর মাহাত। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছত্রধর বলেন, ‘‘গত 10 বছরে রাজ্য়ে যে পরিবর্তন হয়েছে, তা গোটা বিশ্বে নজির গড়েছে৷ এর আগে টানা 34 বছর ধরে বামফ্রন্ট রাজ্য়ের মানুষকে শুধু শোষণ করেছে। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিভেদকামী দল বিজেপি, যে দল সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না, সেই তারাই জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছে। কিন্ত লোকসভা নির্বাচনের পর যে পরিবর্তন হয়েছে, তাতেই স্পষ্ট যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন৷’’
এদিন বিজেপির রথযাত্রা তথা পরিবর্তন যাত্রাকেও কটাক্ষ করতে ছাড়েননি ছত্রধর৷ তিনি বলেন, ‘‘বিজেপি রথযাত্রার মাধ্যমে গুটিকয়েক লোক নিয়ে আদিবাসী সমাজটাকে ভাঙতে চাইছে। এরা আদিবাসীদের সংস্কৃতি বোঝে না। বিলাসবহুল গাড়িতে চেপে রথযাত্রা করছে৷’’