পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লালমাটিতে পদ্ম নয়, ফুটবে শুধুই ঘাসফুল : ছত্রধর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পুরুলিয়ার কাশীপুরে দলের মহামিছিলে তৃণমূল নেতা ছত্রধর মাহাত৷ তাঁর সাফ কথা, জঙ্গলমহল এখনও তৃণমূলের সঙ্গেই আছে৷ তাই লালমাটিতে পদ্ম নয়, ফুটবে শুধুই ঘাসফুল৷

west bengal assembly election 2021_wb_prl_02_13feb_Chatradhar_mahato_in_purulia_7204369
লালমাটিতে পদ্ম নয়, ফুটবে শুধুই ঘাসফুল: ছত্রধর

By

Published : Feb 14, 2021, 5:37 PM IST

পুরুলিয়া, 14 ফেব্রুয়ারি : ‘‘গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিভেদকামী দল বিজেপি জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছে । লোকসভা নির্বাচনের পর যে পরিবর্তন হয়েছে, তাতেই স্পষ্ট যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন৷ এই লালমাটিতে পদ্মফুল কোনওদিন ফুটবে না৷ এখানে শুধু ঘাসফুল ফুটবে।’’ রবিবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়ায় দলীয় মহামিছিলে যোগ দিয়ে একথা বলেন জঙ্গলমহলের অন্যতম নেতা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছত্রধর মাহাত। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছত্রধর বলেন, ‘‘গত 10 বছরে রাজ্য়ে যে পরিবর্তন হয়েছে, তা গোটা বিশ্বে নজির গড়েছে৷ এর আগে টানা 34 বছর ধরে বামফ্রন্ট রাজ্য়ের মানুষকে শুধু শোষণ করেছে। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিভেদকামী দল বিজেপি, যে দল সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না, সেই তারাই জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছে। কিন্ত লোকসভা নির্বাচনের পর যে পরিবর্তন হয়েছে, তাতেই স্পষ্ট যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন৷’’

এদিন বিজেপির রথযাত্রা তথা পরিবর্তন যাত্রাকেও কটাক্ষ করতে ছাড়েননি ছত্রধর৷ তিনি বলেন, ‘‘বিজেপি রথযাত্রার মাধ্যমে গুটিকয়েক লোক নিয়ে আদিবাসী সমাজটাকে ভাঙতে চাইছে। এরা আদিবাসীদের সংস্কৃতি বোঝে না। বিলাসবহুল গাড়িতে চেপে রথযাত্রা করছে৷’’

আরও পড়ুন:এনআইএ-র মামলায় ছত্রধর ও রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

ছত্রধরের দাবি, বিজেপি যতই রাজ্য়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখুক, জঙ্গলমহলে তারা খাতা খুলতে পারবে না৷ জঙ্গলমহলের মানুষ এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন৷ তিনি বলেন, ‘‘এই লালমাটিতে পদ্মফুল কোনওদিনই ফুটবে না৷ ফুটবে শুধু ঘাসফুল৷’’

এদিনের কর্মসূচিতে দলনেত্রীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ছত্রধরের মুখে৷ এমনকী, একসময় যাঁরা মাওবাদী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তাঁদের মূল স্রোতে ফেরাতে রাজ্য়ের মুখ্যমন্ত্রী যে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, পাথুরে লালমাটিতে দাঁড়িয়ে সেকথা উল্লেখ করতেও ভোলেননি এই তৃণমূল নেতা৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। তিনি কাউকে ভুলে যাননি। বামফ্রন্ট আমলে যাঁদের কেস দেওয়া হয়েছিল, তাঁদের স্পেশাল হোমগার্ডের চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। জঙ্গলমহলে তিনি অনেক কর্মসংস্থান করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই৷ আগামী দিনে জঙ্গলমহল ব্যাটেলিয়ন ফোর্সেও জঙ্গলমহলের ছেলেরা সুযোগ পাবেন৷’’

ABOUT THE AUTHOR

...view details