পুরুলিয়া, 16 জুলাই : সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী । বলেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব ।"
কিছুদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে মেদিনীপুরের ছেলে-মেয়েদের চাকরি দিয়ে পুরুলিয়ায় পাঠাচ্ছেন । আজ পুরুলিয়ায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন দলীয় কর্মীরাও এই একই অভিযোগ জানান । উত্তরে তিনি বলেন, "অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব ।"
আজ সভাতেও বিরোধীদের বিরুদ্ধে খুব একটা সুর চড়াতে দেখা যায়নি তাঁকে । বরং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভুল প্রমাণিত করতেই ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে । সভা থেকে শুভেন্দু বলেন, "আমি মানুষের জন্য কাজ করি । ক্লাস ইলেভেন থেকে ছাত্র রাজনীতি করছি । শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন আর দেশপ্রেমের মধ্যে দিয়ে মানুষের সেবা করি ।"
আজ পুরুলিয়ার 21 জুলাই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মলয় ঘটক, জেলা সভাপতি শান্তিরাম মাহাত, সন্ধ্যারানি টুডু, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতারা ।